জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে জুয়ার আস্তানা পুড়ে দিলো ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামের গাঁজমারবিল নামক স্থানে গোপনে জুয়াখেলা চলছিলো।
[৩] বিষয়টি জানতে পেরে ২০ এপ্রিল বিকেলে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জনগণকে সাথে নিয়ে সেখানে অভিযান চালায়। তখন জুয়াড়িরা দ্রুতগতিতে পালিয়ে যায়। এরপর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জুয়ার আস্তানা আগুন দিয়ে পুড়ে ভস্মীভূত করে দিয়েছে।
[৪] আব্দুল মতিন ৪নং থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকেই মাদক, জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর আবস্থান নেয়। তারই ধারাবাহিকতায় জুয়ার আস্তানা পুড়ে দিয়েছে।
[৫] এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। এ উপজেলায় মাদক ও জুয়াসহ সবধরণের অপরাধ দমনে আমরা তৎপর রয়েছি। সম্পাদনা: হ্যাপি