নূর মোহাম্মদ: [২] গাজীপুরের কালিয়াকৈরে ২০১২ সালে ডা. মো. মনিরুল হুদা রুপম হত্যা মামলায় মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মিলটনকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও আপিল বিভাগ তা বহাল রাখেন। এ আদেশের ফলে তার কারামুক্তিতে বাঁধা নেই বলছেন আইনজীবীরা।
[৩] ডা. রুপম গাজীপুরের কালিয়াকৈরে যমুনা ক্লিনিকের চিকিৎসক ছিলেন। কিন্তু যমুনা ক্লিনিক ছেড়ে একই এলাকার আল মদিনা ক্লিনিকে যোগ দিলে বিরোধ দেখা দেয়। এরপর ২০১২ সালের জুলাই মাসে নিজের গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা করেন রুপমের পরিবার।
[৪] কয়েকবার নারাজির পর সবশেষে যমুনা ক্লিনিকের মালিক ডা. আনিসুর রহমান চৌধুরী নোমান, গাড়িচালক শিপন, মির্জাপুরের বাঁশতৈল ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মিলটনসহ বেশ কয়েকজনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি। সম্পাদনা : বাশার নুরু