শিরোনাম
◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে বাবলু হত্যার অন্যতম আসামি গ্রেপ্তার

সুজন কৈরী : রাজাধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঞ্চল্যকর বাবলু হত্যা মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতের নাম- টেগরা সুমন (২৬)।

সেমাবার রাতে যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, নিহত বাবলু হোসেন (৩২) স্টীল ফার্নিচার ব্যবসায়ী ছিলেন। তার কষ্টার্জিত অর্থ দিয়ে যাত্রাবাড়ীর জেলেপাড়া সংলগ্ন মন্দির গলি এলাকায় নতুন বাড়ি নির্মান করছিলেন। বাড়ি নির্মানকে কেন্দ্র করে টেগরা সুমন ও তার সহযোগীরা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা অস্বীকৃতি প্রকাশ করেন বাবলু। এরই প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল নিজ বাসা থেকে বের হয়ে রিকশায় করে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে যওয়ার পথে ১২ নম্বর গলির মাথায় টেগরা সুমন (২৬) ও তার সহযোগীরা বাবুলর গতিরোধ করেন। তাকে এলোপাথাড়ি কিল-ঘুষিসহ বাবলুর ঘারের পিছনে সুইচ গিয়ার দিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পরিবার যাত্রাবাড়ী থানায় ১৮ এপ্রিল মামলা (নং ৭০) করেন। গ্রেপ্তার সুমনকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়