শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরায় মামা ও খালুর মধ্যে সংঘষ আহত ২ ,গ্রেফতার ২

রক্সী খান: [২] মাগুরা সদর উপজেলা রামনগর ঠাকুর বাড়ি এলাকায় মঙ্গলবার সেহরী খাওয়ার সময় মামা ও খালুর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে মারামারির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মো: ইমরুল ইসলাম সোহাগ (২৭) ও বেদেনা বেগম (৬৫) আহত হয়।

[৩] মঙ্গলবার সকালে আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভতি করা হয়েছে।

[৪] আহত সোহাগের স্ত্রী সারমিন আক্তার অভিযোগ করে জানান, রাতে সেহরী খেয়ে হাত ধুতে টিউবওয়েলের কাছে গেলে ৮ থেকে ১০ জন মুখোশ ধারী লোক হাতে দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীর উপর হামলা করে। আমাকে অস্ত্রের মুখে তারা জিম্মি করে রাখে। এ সময় গলায় সোনার চেন ও হাতের বালা,কানের সোনা ছিনিযে নেয়।

[৫] এছাড়া আমার স্বামী ও নানিকে পিটিয়ে আহত করেছে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করেছে। তিনি আরো বলেন পরে, ৩৩৩ থ্রিতে কল দিয়ে মাগুরা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভতি করেন। বতমানে দুইজন সদর হাসপাতালে ভতি রয়েছে।

[৬] মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার অমর প্রসাদ জানান, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘতের চিহ্ন নিয়ে দুইজন রোগী আসে। আমরা তাদের চিকিৎসা দেয়ই। বতমানে দুইজন রোগী সুস্থ্য রয়েছে।

[৭] মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, মামা ও খালুর সাথে দীঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিরোধে জেরে গত রাতে এ সংঘষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক রয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়