শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু সংকটের অতল গহ্বরে নিমজ্জ্বিত হতে যাচ্ছে বিশ্ব: জাতিসংঘ

লিহান লিমা: [২] জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলার সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আল জাজিরা

[৩] জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, ‘আমরা জলবায়ুর পরিবর্তনজনিত ভয়াবহ পরিস্থিতির অতল গহ্বরে নিমজ্জিত হওয়ার কিনারায় চলে এসেছি। ২০২১ মানবসভ্যতার ভবিষ্যত নির্ণয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর। আমাদের হাতে হেলায় ফেলার মতো একটুকু সময় নেই। জলবায়ু বিপর্যয় আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশগুলোকে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা বন্ধ করতে হবে।’ ইউএন নিউজ

[৪] বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে শুরু হতে যাওয়া ৪০টি দেশের রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের পূর্বে এই আহ্বান জানায় জাতিসংঘ।

[৫] প্রতিবেদনে উঠে আসে, সমুদ্র বায়ুমণ্ডলীয় পরিবেশ শীতল থাকা সত্ত্বেও ২০২০ সাল সবচেয়ে উষ্ণতম তিনটি বছরের (২০১৬ ও ২০১৯) একটি ছিলো। বিশ্বজুড়ে গড় তাপমাত্রা ১.২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে।

[৬] মহামারীর কারণে ২০২০ সালে নিঃসরণ কম হওয়া সত্ত্বেও বাতাসে কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নিউট্রোস অক্সাইডের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

[৭] ২০২০ সালের দুই মাসে আর্কটিক সমুদ্রে সর্বনিম্ন বরফ জমার পরিমাণ রেকর্ড করা হয়েছে। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায় কোটি কোটি ডন বরফ গলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তীব্র তাপদাহের কারণে বিশ্বের ৮০ভাগ সমুদ্র অঞ্চল সামুদ্রিক তাপদাহের মুখে পড়েছে।

[৮] বছরের প্রথমার্ধে বন্যা, খরা, হারিক্যান ও ভূমিধ্বসে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৯৮ লাখ। আটলান্টিকের ৩০টি ঝড়ে প্রায় ৪’শ প্রাণহানি ও ৪১ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। আফ্রিকা ও এশিয়ার বৃহত্তর অঞ্চলে তীব্র বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই দুই অঞ্চলই এবার পঙ্গপালের কবলে পড়েছে। বাংলাদেশ ও ভারতে আঘাত হেনেছে সাইক্লোন আম্পান। তীব্র খরার মুখে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলো। শুধুমাত্র ব্রাজিলেই কৃষিখাতে ক্ষতি হয়েছে ৩ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। গার্ডিয়ান

[৯] জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এই বছর তড়িৎ পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের। ২০৫০ সালের মধ্যে দেশগুলোকে শূন্য কার্বন নিঃসরণ বাস্তবায়িত করতে হবে। জনসাধারণকে জলবায়ু পরিবর্তনজনিত মারাত্মক দুর্যোগ থেকে রক্ষা করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়