শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালায় দুটি দোকান আগুনে পুড়ে ছাই

সব্যসাচী মজুমদার:[২] সাতক্ষীরার তালায় দুটি দোকান আগুনে পুড়ে ছাই। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে । সোমবার(১৯এপ্রিল) বিকালে উপজেলার মেলাবাজার লিচুতলা মোড়ে দুটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সাগর স্টোর ও সিয়াম স্টোর এর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থালে উপস্থিত হন ।

[৩] তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থালে পৌছানোর আগেই সব শেষ। স্থানীয়রা জানান, বেলা তিনটার দিকে হঠাৎ করে দোকানের ভিতর আগুন জ্বলতে দেখে তারা। পার্শ্ববর্তী রাইচ মিলে থাকা শ্রমিকরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একমাত্র উপার্জনের চায়ে দোকান দুটি পুড়ে যাওয়ায় নির্বাক সাগর স্টোর ও সিয়াম স্টোর মালিক গিয়াস উদ্দিন ও মারুফ হোসেন।

[৪] গিয়াস উদ্দিন জানায়, আজ দুপুর ২টার দিকে দোকান বন্ধ করে বাড়ী যান তিনি। ৩ টার দিকে জানতে পারি তার দোকনে আগুন লেগেছে। ঘটনা স্থলে এসে দেখেন তার দোকন পুড়ে ছায় হয়ে গেছে। প্রায় ২ লক্ষ টাকা ঋণ করে দোকান শুরু করেছিলাম। দোকানের বয়স ৮ মাস পার না হতেই সব শেষ।এখন কিভাবে ঋনের টাকা পরিশোধ করবেন এনিয়ে চিন্তার শেষ নেই তার ।

[৫] এদিকে সিয়ারম স্টোর এর মালিক মারুফ হোসেন জানান, তিনি আকশ্মিক আগুন লাগার খবর জানতে পেরে দ্রুত দোকানে এসে তড়ীঘড়ি করে কিছু মালামাল বের করেন। তার পরও তার টিভি, ফ্রিজসহ বহু টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় সাতক্ষীরা ফায়ার সর্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, দুপুরে মুঠোফনে জানতে পারি তালা উপজেলার মেলাবাজার লিচুতলা মোড় সংলগ্ন দুটি দোকানে আগুন লেগেছে।

[৬] খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন বলে জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়