শিরোনাম
◈ শেষ মুহূ‌র্তে ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে জয়ব‌ঞ্চিত কর‌লো চেল‌সি ◈ মাদুরোকে আটকের পর উত্তাল ভেনেজুয়েলা: রাজপথে নামার ডাক দিলেন ছেলে মাদুরো গেরা ◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালায় দুটি দোকান আগুনে পুড়ে ছাই

সব্যসাচী মজুমদার:[২] সাতক্ষীরার তালায় দুটি দোকান আগুনে পুড়ে ছাই। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে । সোমবার(১৯এপ্রিল) বিকালে উপজেলার মেলাবাজার লিচুতলা মোড়ে দুটি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সাগর স্টোর ও সিয়াম স্টোর এর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থালে উপস্থিত হন ।

[৩] তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থালে পৌছানোর আগেই সব শেষ। স্থানীয়রা জানান, বেলা তিনটার দিকে হঠাৎ করে দোকানের ভিতর আগুন জ্বলতে দেখে তারা। পার্শ্ববর্তী রাইচ মিলে থাকা শ্রমিকরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একমাত্র উপার্জনের চায়ে দোকান দুটি পুড়ে যাওয়ায় নির্বাক সাগর স্টোর ও সিয়াম স্টোর মালিক গিয়াস উদ্দিন ও মারুফ হোসেন।

[৪] গিয়াস উদ্দিন জানায়, আজ দুপুর ২টার দিকে দোকান বন্ধ করে বাড়ী যান তিনি। ৩ টার দিকে জানতে পারি তার দোকনে আগুন লেগেছে। ঘটনা স্থলে এসে দেখেন তার দোকন পুড়ে ছায় হয়ে গেছে। প্রায় ২ লক্ষ টাকা ঋণ করে দোকান শুরু করেছিলাম। দোকানের বয়স ৮ মাস পার না হতেই সব শেষ।এখন কিভাবে ঋনের টাকা পরিশোধ করবেন এনিয়ে চিন্তার শেষ নেই তার ।

[৫] এদিকে সিয়ারম স্টোর এর মালিক মারুফ হোসেন জানান, তিনি আকশ্মিক আগুন লাগার খবর জানতে পেরে দ্রুত দোকানে এসে তড়ীঘড়ি করে কিছু মালামাল বের করেন। তার পরও তার টিভি, ফ্রিজসহ বহু টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় সাতক্ষীরা ফায়ার সর্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, দুপুরে মুঠোফনে জানতে পারি তালা উপজেলার মেলাবাজার লিচুতলা মোড় সংলগ্ন দুটি দোকানে আগুন লেগেছে।

[৬] খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন বলে জানান তিনি।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়