শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় পুলিশের হাতে ভুয়া এসআই আটক

সোহেল রানা: [২] চুয়াডাঙ্গায় সোহেল রানা নামে এক ভুয়া এসআইকে আটক করেছে সদর থানার পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা (২৬) কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

[৩] জানা যায়, গত ২৫শে মার্চ চুয়াডাঙ্গার হোটেল রয়েল ব্লু হোটেলে রুম ভাড়া নেয় প্রতারক সোহেল রানা। এরপর থেকে বিভিন্ন সময় নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে সাধারণ মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন তিনি।

[৪] গত শুক্রবার চুয়াডাঙ্গার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি খোকন ও বাশার নামের দুজনকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে ৬ হাজার টাকা নেয় এবং আজ কোর্টে আসতে বলেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা আজ কোর্টে এসে ভুয়া এসআই সোহেল রানার সঙ্গে দেখা করেন। এসময় সোহেলের কথাবার্তায় সন্দেহ হলে তারা চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ কোর্ট চত্বর থেকে তাকে আটক করেন।

[৫] এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অধিকারিক (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ তাকে আটক করাসহ তার নিকট হতে বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, আদালতের জাল নথি, বেশ কয়েকটি ব্যাংকের ভিসা কার্ড, দুটি মোবাইল ফোন ও পুলিশ স্টিকার সম্বলিত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান আটক প্রতারকের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়