তাওসিফ এন আকবর : [২] পিরোজপুরের ইন্দুরকানীতে ছোট ভাইয়ের হাতের আঙুল কেটে রক্ত বের হওয়া দেখে ফাইজুল হাওলাদার (১৬) নামে বড় ভাইয়ের হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা ঘটেছে।
[৩] রোববার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাইজুল হাওলাদার ভবানীপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।নিহতের স্বজনদের একজন জানান, দুপুরে বাড়িতে নারিকেল কাটার সময় দায়ের কোপে হাতের একটি আঙুল কেটে যায় ফাইজুলের ছোট ভাই আজিজুলের। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত পার্শ্ববর্তী ঘোষেরহাটে নিয়ে যান চিকিৎসার জন্য।
[৪] ফাইজুলের কাটা স্থানে সেলাই করার সময় আরও রক্ত বের হয়।এই পুর সময় সাথে ছিল বড় ভাই ফাইজুল হাওলাদার।মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ দেখেই সেখানকার স্থানীয় একই ফার্মেসিতে অজ্ঞান হয়ে পড়ে ফাইজুল। এরপর তাকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ