শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্ধেকের বেশি মার্কিন নাগরিক কোভিড টিকা ও এক তৃতীয়াংশ দুই ডোজ দিয়েছেন

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি বলছে বাইডেন প্রশাসন যেসব মার্কিন নাগরিক এখনো টিকা দেয়নি তাদের তা দেওয়ার জন্যে চাপ দিচ্ছে। ইতিমধ্যে ৫০.৪ শতাংশ মার্কিনী যাদের বয়স ১৮ কিংবা তার বেশি তারা অন্তত এক ডোজ টিকা দিয়েছেন। আর দুই ডোজ টিকা নিয়েছেন ৩২.৫ শতাংশ মার্কিন নাগরিক। স্পুটনিক

[৩] বাইডেন প্রশাসনের লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার ১শ দিনের মাথায় ২শ মিলিয়ন টিকা দিয়ে দেওয়া। ২০৯ মিলিয়ন টিকার ব্যবস্থা করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় ২১৬ মিলিয়ন ডোজ টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে টিকা দান কর্মসূচি শুরু হয়েছিল।

[৪] গত মাসে পিউ রিসার্চের এক জরিপে বলা হয়, ৭০ শতাংশ মার্কিনী টিকা দিতে চাইলেও বাকি ৩০ শতাংশ বলছেন তারা সম্ভবত বা নিশ্চিতভাবে টিকা দেবেন না।

[৫] তবে ট্রাম্পের শাসনামলে টিকা তৈরির জন্যে যথাযথভাবে উদ্যোগ নেওয়ার পর বাইডেন প্রশাসন দেশটির নাগরিকদের টিকা গ্রহণে আহবান জানালেও স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীদের অনেকের মধ্যে টিকা নেওয়ার ব্যাপারে ইতস্ততা লক্ষ্য করা গেছে।

[৬] জনসন এন্ড জনসন টিকা গ্রহণের পর জটিলতা তৈরি হওয়ায় মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ গত সপ্তাহে ওই টিকা দান স্থগিত করে।

[৭] এদিকে হোয়াইট হাউসের করোনাভাইরাস উপদেষ্টা অ্যান্থনি ফাউচি যারা টিকা নেননি তাদের সমালোচনা করে বলেছেন অর্থনীতির পুনরুদ্ধার ও ভ্যাকসিন পাসপোর্টের জন্যে তাদের টিকা নেওয়া উচিত।

[৮] কোভিড মহামারী শুরু হবার পর যুক্তরাষ্ট্রে এতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ লাখ ৬৩ হাজার জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়