মামুন খান: [২] মাওলানা মামুনুল হকের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ বলেছেন, ‘আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন। এমন অভিযোগে রিমান্ডও নজিরবিহীন।’ সোমবার (১৯ এপ্রিল) মামলার শুনানির পর আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ ব্রিফিংয়ে এ কথা বলেন।
[৩] তিনি আরও বলেন, ‘আসামি নিজেই আদালতকে বলেছেন- গতকালই তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রমজান মাস, তিনি নিয়মিত কুরআন তেলাওয়াত ও ইবাদত করেন। গতকাল তাকে যে জায়গায় রাখা হয়েছে, সেটা ইবাদতের উপযোগী না। খুব মানবেতর রাত কেটেছে তার। জবাবে আদালত বলছেন, আপনার ইবাদতে বিঘ্ন হবে না।