শিরোনাম
◈ তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন ◈ বিমানবন্দরে জাপানি অপারেটর অনিশ্চিত, চট্টগ্রাম বন্দরে বিদেশী হাতে টার্মিনাল দেওয়ার প্রস্তুতি ◈ সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা ◈ ফেব্রুয়া‌রির নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০৫ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউনের চেয়ে বাংলাদেশে স্বাস্থ্যবিধি মানাতে কঠোরতা বেশী কার্যকরী

রাশিদ রিয়াজ : এশিয়ান টিভির সংবাদ বিশ্লেষণে কানাডার বহুজাতিক কর্পোরেটে পরিচালক পদে কর্মরত অনুজীব বিজ্ঞানী ড. শোয়েব সাঈদ বলেন যে সব দেশ লকডাউন সঠিকভাবে কার্যকর করতে পারছে তাঁদের ক্ষেত্রে লকডাউন সফল। বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন রকম, লকডাউনে শিথিলতা স্পষ্ট।

যে দেশের দুই কোটি মানুষ দিনে এনে দিনে খায় তাঁদের দীর্ঘ মেয়াদী লকডাউন মানতে বাধ্য করা অসম্ভব। লকডাউনের পরিবর্তে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে জনগণকে বাধ্য করার মধ্যে কোভিড ব্যবস্থাপনার সফলতা নির্ভর করবে।

সঠিকভাবে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা আর সাবান দিয়ে ঘন ঘন হাত ধোয়া/ স্যানিটাইজার ব্যবহারের সরকারে উচিত যথা সম্ভব বল প্রয়োগের কৌশল নিয়ে এগিয়ে যাওয়া। স্বাস্থ্যবিধিতে করোনা নিয়ন্ত্রণের সফল উদাহরণ হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া।

আমাদের ভয় ছিল অতি সংক্রমক ইউকে ভ্যারিয়েন্ট নিয়ে কিন্তু দেখা গেল আমাদের ধারণার বাইরে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের E484K মিউটেশনটির ভ্যাকসিনকে ফাঁকি দেবার কারণে বেশী জটিলতা তৈরি হচ্ছে, ভ্যাকসিন নিয়েও সংক্রমিত হতে হচ্ছে।

এই ফাঁকি দেবার ঘটনা শুধু এসট্রাজেনেকার ভ্যাকসিনে নয়, কমবেশি সব ভ্যাকসিনেই হচ্ছে। তবে ভ্যাকসিনকে ফাঁকি দেওয়া সম্পূর্ণভাবে সম্ভব নয় বিধায় ভ্যাকসিন নেওয়া অনেক বেশী নিরাপদ। তাছাড়া ইউকে ভ্যারিয়েন্ট সহ উহান থেকে সৃষ্ট করোনার ভাইরাসের আসল রূপটি কিন্তু ভ্যাকসিনে ধরাসায়ী হচ্ছে।

ড. শোয়েব সাঈদ বলেন কানাডার তৃতীয় ঢেউ পরিস্থিতি খুব খারাপ অবস্থায় আছে, ভ্যারিয়েন্ট আর ভ্যাকসিনের লড়াই নিয়ে সারা বিশ্বই উদ্বিগ্ন। এই ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মানা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ামক। কানাডার ২৬% জনসংখ্যা ভ্যাকসিনের আওতায় এসেছে সেখানে ৩.৫% নিয়ে বাংলাদেশকে অনেকদূর যেতে হবে।

ড. শোয়েব সাঈদ বলেন ভাল খবর হচ্ছে দক্ষিণ আফ্রিকায় ৯৫% ইনফেকশন কিন্তু এই দক্ষিণ আফ্রিকায় ভ্যারিয়েন্ট দিয়ে। তারপরেও দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক করোনা পরিস্থিতির গ্রাফিক্যাল উপস্থাপনা দেখলে দেখবেন বিগত কয়েক মাসের তুলনায় কেমন করে গ্রাফ ক্রমান্বয়ে বেশ নীচে নেমে আসছে, পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে, সংক্রমণ দৈনিক হাজারের মত, আর মৃত্যু বাংলাদেশের চেয়ে কম।

ভ্যারিয়েন্ট আর ভ্যাকসিনের এই লড়াইয়ের মধ্যে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাই বাংলাদেশের সামনে পরিস্থিতি নিশ্চিতভাবে ভাল হবার আসল উপায়, তার সাথে অব্যাহত টিকাদান ভীষণ সহায়ক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়