শিরোনাম
◈ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, বৃহস্পতিবার যাবেন রাজশাহীতে ◈ চানখারপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৮ জনের রায় আজ ◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের ষষ্ঠ দিনে প্রাইভেট কার-সিএনজির দখলে রাজপথ

শরীফ শাওন: [২] করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের সর্বাত্মক লকডাউন ঘোষণায় গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজির আধিক্য দেখা যায়।

[৩] সোমবার সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাতে চেকপোস্ট বসানো হয়। সকাল ৮টা থেকে দেখা যায়, মিরপুর ১২ নম্বর ইসিবি চত্ত্বর, বনানী ও মহাখালীর চেকপোষ্টকে ঘিরে যানবাহনের দীর্ঘ লাইন। লাইনে থাকা গাড়িগুলোর প্রায় শতভাগই প্রাইভেট কার অথবা সিএনজি।

[৫] এদিকে গণপরিবহন না থাকায় অফিসগামী যাত্রীদের ভোগান্তিও চরমে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পরিবহন না পাওয়ার অভিযোগ তাদের।

[৪] চাকুরে আল আমিন বলেন, গণপরিবহন বন্ধ থাকলেও অফিস খোলা, কর্তৃপক্ষও পরিবহন ব্যবস্থা করেনি। এখন ছোট যানবাহনই ভরসা, তবে রাইড শেয়ার কার্যক্রম বন্ধ থাকায় ভাড়া গুণতে হচ্ছে দ্বিগুণ।

[৫] রকিব উদ্দিন জানান, লকডাউনের শুরুতে চলাচল অনেকটা নিয়ন্ত্রিত থাকলেও আজ যানবাহনের চাপ আগের তুলনায় অনেকটা বেড়েছে।

[৬] করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। চলাচল সীমিত করার লক্ষ্যে বন্ধ রাখা হয় গণপরিবহন। জরুরী সেবাসহ জরুরি চলাচলে পাস ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা দেওয়া হয়।

[৭] সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর চিন্তা করছে সরকার। আজ সোমবার কেবিনেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে জানিয়েছেন, মন্ত্রী পরিষদ বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়