শিরোনাম
◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২১, ০৪:৩৬ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২১, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. খোন্দকার মেহেদী আকরাম: বাংলাদেশে এখন কম করে হলেও দৈনিক একলাখ থেকে দেড় লাখ টেস্ট করা উচিত

ড. খোন্দকার মেহেদী আকরাম: ভারতে ১৭ এপ্রিল করোনা শনাক্ত হলো আড়াই লাখের ওপরে। এটা দৈনিক রোগ শনাক্তে বিশ্ব রেকর্ড। এই আড়াই লাখ কোভিড রোগ শনাক্ত করতে দেশটিকে কতোগুলো টেস্ট করতে হয়েছে? তারা আজ একদিনে টেস্ট করেছে ১৫ লাখের ওপরে। এই টেস্ট কী তারা সব করেছে আরটি-পিসিআরে? অবশ্যই না। এতো টেস্ট আরটি-পিসিআর করে করা সম্ভব না। ইন্ডিয়া অনেকদিন ধরেই করোনা শনাক্তে আরটি-পিসিআরের পাশাপাশি রেপিড এন্টিজেন টেস্ট করছে।

বাংলাদেশে এই সময়টিতে যখন টেস্টের সংখ্যা বাড়ানো উচিত অনেকগুন, তখন তা কমছে। ১৭  এপ্রিল টেস্ট হয়েছে মাত্র ১৬, ১৮৫ টি! ১২ এপ্রিলো যা ছিল প্রায় ৩৫ হাজার। বাংলাদেশে আজকের টেস্ট সংখ্যা ভারতের টেস্ট সংখ্যার চেয়ে ছিলো ৯৪ গুণ কম! বাংলাদেশের জনসংখ্যা ভারতের চেয়ে ৮ গুণ কম। সেক্ষেত্রে টেস্টের সংখ্যা বড়জোড় ৮ গুণ কম হতে পারে। কেননা, দুদেশের করোনা পরিস্থিতি এখন অনেকটা একই রকম।

বাংলাদেশে এখন কম করে হলেও দৈনিক একলাখ থেকে দেড় লাখ টেস্ট করা উচিত। এভাবে টেস্ট করতে পারলে হয়তো দেশের করোনার দ্বিতীয় ওয়েভের গতিবিধি পরিষ্কারভাবে বোঝা যাবে। এতে করে সরকারও মহামারী দমনে সঠিক সময়ে কার্যকর সিদ্ধান্তগুলো নিতে পারবে, যা এখন খুবই জরুরি।

লেখক : এমবিবিএস, এমএসসি, পিএইচডি, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট,শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়