শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৩৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১০:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে ভোক্তা অধিকারের অভিযান বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ, জরিমানা আদায়

জাহিদুল কবীর: যশোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৬ প্রতিষ্ঠানে এক লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৯৮ কার্টন ললি ও পেপসি আইসক্রিম জব্দ ও ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। রোববার যশোর শহরের বড়বাজার ও সদর উপজেলার রুপদিয়া বাজারে অভিযানে নেতৃত্ব দেন  ভোক্তা অধিকার অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন, বিএসটিআই অনুমোদন ছাড়া ললি ও পেপসি আইসক্রিম বিক্রি করায় শহরের বড়বাজারের জয়নাল স্টোরকে ২০ হাজার টাকা, অশোক স্টোরকে দুই হাজার টাকা, মনসা ভান্ডারকে ৪০ হাজার টাকা, সমীর স্টোরকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৯৮ কার্টন আইসক্রিম জব্দ ও ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। অপরদিকে, সদর উপজেলার রূপদিয়া বাজারে মেয়াদোত্তীর্ণ মসলা ও ট্যালকম পাউডার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করায় দে স্টোরকে দুই হাজার টাকা ও মোস্তাক স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় শহরের বড়বাজার ও রুপদিয়ায় অভিযান চালিয়ে জরিমানা আদায় ও পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি দোকানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্য ও যৌক্তিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়েছে। ব্যবসায়ী ও জনসাধারণকে মাস্ক ব্যবহার ও দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার আহ্বান জানানো হয়।

অভিযানে সহযোগিতা করেন যশোর সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক তুষার কান্তি মন্ডল, ক্যাব যশোরের সদস্য আবদুর রকিব সরদার অপু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়