শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] জেলার আদিতমারী উপজেলায় অফিসের সিগন্যালের ভুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিদুল ইসলাম (৩৪) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

[৩] শনিবার (১৭ এপ্রিল) রাতে লালমনিরহাট সদর হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে উপজেলার সারপুকুর ইউনিয়নের মুসর দৌলজর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শ্রমিক মজিদুল ইসলাম সারপুকুর এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদারের চুক্তিভিত্তিক শ্রমিক।

[৪] পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয়রা জানান, আদিতমারী সাব স্টেশনের আওতায় উপজেলার বিভিন্ন লাইনের উপর পড়া গাছের ডালপালা কাটার কাজ করছিলেন শ্রমিক মজিদুল। সন্ধ্যায় সাব স্টেশনের কন্ট্রোলের কাছে লাইন অফ করে নিয়ে মসুর দৌলজোর এলাকায় গাছের ডাল পালা কাটছিলেন তিনি। এ সময় মজিদুলের সাথে থাকা সহকর্মীদের কাছে সিগন্যাল না নিয়ে কন্ট্রোল ভুলে ওই লাইন চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন মজিদুল। পরে সহকর্মীরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

[৫] এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও ঠিকাদার স্থানীয়দের নিয়ে বৈঠক করে সামান্য ক্ষতিপুরনে আপোষ মিমাংসা চেষ্টা চালাচ্ছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে।

[৬] পল্লী বিদ্যুৎ সমিতির আদিতমারী সাব স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। নিহত শ্রমিক ঠিকাদারের লোক। তাই ঠিকাদার বিষয়টি আপোষ মিমাংসার চেষ্টা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়