শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০১:৫৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ছত্তিশগড়ে করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে করোনা রোগীদের জন্য নির্ধারিত একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার এ ঘটনায় হাসপাতালের চার জন রোগী পুড়ে মারা গেছেন, আরো কয়েকজন আছেন আশঙ্কাজনক অবস্থায়।

হাসপাতালসূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই আগুন লাগে ওই হাসপাতালটিতে। সে সময় সেখানে মোট ৫০ জন করোনারোগী চিকিৎসাধীন ছিলেন।

আগুন লাগার পরপরই দমকল বাহিনীকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারা সেখানে উপস্থিত হলে হাসপাতালের কর্মচারী ও দমকল কর্মীদের তৎপরতায় রোগীদের উদ্ধার তৎপরতা শুরু হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক দমকলকর্মী জানান, তারা উদ্ধার তৎপরতা শুরুর আগেই মৃত্যু হয়েছে চারজনের। উদ্ধারের পর আরো কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। উদ্ধারকৃত রোগীদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঠিক কী কারনে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি; তবে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সূত্রপাত হয়েছে আগুনের। গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের তদন্তও শুরু হয়েছে।

এক মাসের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কোনো করোনা হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটল। গত মার্চে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। সেই আগুনে পুড়ে মারা গিয়েছিলেন ১০ জন করোনা রোগী।

এদিকে ভারতের অন্যান্য রাজ্যের মতো ছত্তিশগড়ের করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এই রাজ্যেও হু হু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় বড় কোনও বিপর্যয় এড়াতে গোটা রায়পুরে আজ থেকে ১০ দিনের জন্য কন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি সাধারণ মানুষকে আরও কঠোরভাবে করোনা সংক্রান্ত যাবতীয় সতর্কতা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়