শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পেরে উচ্ছ্বসিত শান্ত

স্পোর্টস ডেস্ক: [২] ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে; নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তাই ওয়ালটন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজে শান্তর ব্যাটের দিকে থাকবে বাড়তি নজর। দুই দিনের অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছেন শান্ত; এবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

[৩]এতেই বোঝা গেছে ব্যাট হাতে রান করতে উন্মুখ হয়ে আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। শনিবার (১৭ এপ্রিল) নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচের প্রথম দিন তার ব্যাট থেকে আসে ৫৩ রান। এই রান করে তিনি স্ব-ইচ্ছায় (রিটায়ার্ড) মাঠ ছাড়েন। নিজের ব্যাটিং নিয়ে দিন শেষে খুশি এই প্রতিভাবান ব্যাটসম্যান। তিনি মনে করেন এভাবে ব্যাটিং করতে পারলে সিরিজে ভালো হবে দলের জন্য।

[৪]‘আমার মনে হয় এটা খুব ভালো একটা প্রস্তুতি টেস্ট ম্যাচ শুরুর আগে। যেটা করতে চেয়েছিলাম আজকে, ওই পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পেরেছি। আশা করছি যে এভাবে যদি ব্যাট করতে পারি তাহলে আমাদের টেস্ট ম্যাচের জন্য ভালো হবে।’

[৫]প্রস্তুতি ম্যাচের প্রথম দিন লাল দল ৭৯ম ওভার খেলে ৬ উইকেটে ৩১৪ রান করে। তার মধ্যে ৫ জন ব্যাটসম্যানই রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন।একমাত্র তাইজুল ইসলামের উইকেট পেয়েছেন শুভাগত হোম। সর্বোচ্চ ৬৬ রান করেন মুশফিকুর রহিম। এ ছাড়া তামিম ইকবাল ৬৩, সাইফ হাসান ৫২ ও নুরুল হাসান সোহান করেন ৪৮ রান।

[৬]অনুশীলনের প্রথম দিন ব্যাট হাতে দারুণ প্রস্তুতি সেরেছেন ব্যাটসম্যানরা। এখনো একদিন বাকি আছে। শান্ত মনে করেন সেশন বাই সেশন খেললে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইটা আরও সহজ হবে।

[৭]‘আমার কাছে মনে হয় যে যত ধৈর্য নিয়ে সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে, সফল হওয়ার সম্ভাবনা দলেরই বেশি থাকবে। আমার মনে হয় যে এত চিন্তা না করে আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি, তাহলে আরেকটু সহজ হবে। ওটাই পরিকল্পনা যে আমরা কীভাবে সেশন বাই সেশন ভালো করতে পারি।’- রাইজিং বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়