শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০১:১৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী‌তে বিষব্যাথা ও ঝাড়ফুঁকের কথা বলে গৃহবধূকে ধর্ষণ, ভণ্ড কবিরাজসহ গ্রেপ্তার ২

মো. ইউসুফ মিয়া : [২] সদর উপজেলার চর বাগমারা গ্রামে এক গৃহবধূকে (৩৮) ক‌বিরাজ ঝাড়-ফুঁক করার কথা বলে বিলের মধ্যে নিয়ে ধর্ষণের শিকার হ‌য়ে‌ছেন।

[৩] বৃহষ্পতিবার ১৫ ই এপ্রিল বিকেলে ধর্ষ‌নের অভিযোগে এক কবিরাজ ও তার সহযোগীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ওই ধর্ষ‌ণের শিকার গৃহবধূ।

[৪] থানায় মামলা দায়েরের পর চার ঘণ্টার মধ্যেই কবিরাজ মান্নান গায়েন (৫২) ও তার সহযোগী ফারুক বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ।

[৫] মান্নান গায়েন রাজবাড়ী সদর উপজেলার রায়নগর গ্রামের মৃত মোহন গায়েন এর ছেলে ও ফারুক বিশ্বাস চর বাগমারা গ্রামের মৃত মনসুর বিশ্বাসের ছেলে।এই ভন্ড ক‌বিরাজ এলাকার মানুষ‌দের‌কে ব‌লেন আ‌মি বহু মানু‌ষের চি‌কিৎসা ক‌রে সুস্থ্য ক‌রে‌ছি এটা শু‌নে সহজ সরল বেশীর ভাগ ম‌হিলা‌দের টা‌র্গেট ক‌রে ভন্ড প্রকারক ক‌বিরাজ।

[৬] সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার যানান, গত ৮ই এপ্রিল ওই গৃহবধূর শরীরে ব্যথা অনুভব হলে তিনি স্থানীয় চিকিৎসকের থেকে ঔষধ খান।

[৭] এতে তার শরীরের ব্যথা ভালো না হলে, ১২ই এপ্রিল ওই গৃহবধূর মা, মান্নান কবিরাজকে বাড়িতে ডেকে আনেন। ভন্ড ক‌বিরাজ মান্নান ব‌লে যে ক‌ঠিন বাতাস লে‌গে‌ছে সেই জন্যই পুরা শরী‌র ব্যাথা একটু ঝাড়-ফুঁক করে ভন্ড লম্পট ক‌বিরাজ ব‌লে যে ওই গৃহবধূকে রাতের বেলায় তিন রাস্তার মোড়ে নিয়ে ঝাড়-ফুঁক কর‌লে দ্রুত ঠিক হ‌য়ে যা‌বে সড়ল ম‌নে ওই গৃহবধূ সুস্থ্য হ‌বে ।

[৮] পরের দিন ১৩ই এপ্রিল রাত সাড়ে ১০ টার দি‌কে আবা‌রো গৃহবধূ সেই প্রতারক ও ভন্ড ক‌বিরাজ মান্নান ফকির ও তার সহযোগী ফারুক ওই গৃহবধূকে ঝাড়ফুঁক করার কথা বলে বাড়ীর পাশে একটি বিলের মধ্যে নিয়ে যায় সেখানে ঝাড়ফুক না গৃহবধূ‌কে ধর্ষণ করে পা‌লি‌য়ে যায়। দুই ভন্ড প্রতারক ক‌বিরাজ পা‌লি‌য়ে গে‌লোও দ্রুত সম‌য়ের মধ্যে তা‌দের‌কে গ্রেফতার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি।

[৯] পরে এ ঘটনায় বিকেলে ওই গৃহবধূ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন/ ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায় মামলা দায়ের করেন মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যেই আসামি ভন্ড ক‌বিরাজ মান্নান ও তার সহযোগী ফারুককে গ্রেফতার করে‌ছি।

[১০] ওই এলাকার জনতা বলেন, যে ক‌বিরাজের না‌মে যারা এই সমস্ত যঘন্য ক‌জে লিপ্ত থা‌কে তা‌দের‌কে এমন শা‌স্তি হওয়া দরকার জীব‌নে কোন‌দিন এই নোংড়ামী কা‌জে লিপ্ত না থা‌কে। সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়