আতাউর অপু : আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়। এর আগে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কালবৈশাখী ঝড় হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হয়। তবে এই ঝড়ে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, রাত ১১টায় পঞ্চগড়সহ তেঁতুলিয়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪ মিলিমিটার। জেলার বিভিন্ন স্থানে ঝড়ের খবর পাওয়া গেছে। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় কমে এসে তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪ দশমিক ৯, ময়মনসিংহে ৩৪, চট্টগ্রামে আজ ৩৩ দশমিক ২, সিলেটে ৩৫, রাজশাহীতে ৩৮, রংপুরে ৩৪ দশমিক ৪, খুলনায় ৩৫ দশমিক ৫ এবং বরিশালে আজ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিস্তারিত আসছে..