শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ০২:১৮ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবরীর মৃত্যুতে ফেসবুকে শোকের ছায়া

আতাউর অপু : ঢালিউডের ‘মিষ্টি মেয়ে’ এর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুকে নেমে এসেছে শোকের ছায়া।

অভিনেত্রী তারিন তার ফেসবুক টাইমলাইনে লেখেন, আমরা আরও একজন কিংবদন্তিকে হারালাম। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ। তিনি ছিলেন যোদ্ধা, জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করেছেন। আল্লাহ তার বিদেহী আত্মার শান্তি দান করুন। দয়া করে সবাই তার জন্য প্রার্থনা করুন।আমরা একজন কিংবদন্তিকে হারালাম। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি।

গীতিকার ও লেখক ইশতিয়াক আহমেদ তার ফেসবুক টাইমলাইনে লেখেন, সাদাকালো টিভি দেখা মানুষ আমরা।শাবানা, কবরীকে দেখে বড় হয়েছি।
শাবনুর, মৌসুমীরা আসার আগে তাদেরই নায়িকা জানতাম। সেই কবরী একদিন চলে এলেন আমাদের খুব কাছে। আমাদের আসনে দাঁড়িয়ে গেলেন অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার নতুন পরিচয়ে। তারপর বছর পাঁচেক সিনেমার কবরী, সেলুলয়েডের কবরী, গানের কবরী, নাচের কবরী, হয়ে গেলেন আমাদের নারায়ণগঞ্জের কবরী, আমাদের চাষাড়ার কবরী, আমাদের জনসভার কবরী, আমাদের শহরের আইন শৃঙ্খলা কমিটির কবরী। ক্যামেরার সামনের মিষ্টি অভিনেত্রী, ক্যামেরার বাইরে ঝাঁঝালো নেত্রী সব মিলিয়ে কবরী আমাদের কাছের মানুষ এক। কবরীকে মনে থাকবে অনেকদিন।
করোনাকেও...

গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকার তার ফেসবুক টাইমলাইনে লেখেন, বিদায় কবরী আপা!
অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো...আপনার অমলিন হাসিটা তুলে রাখলাম।বিদায়...

সংগীত শিল্পী শফিক তুহিন তার ফেসবুক টাইমলাইনে লেখেন, বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম কিংবদন্তী অভিনেত্রী মিষ্টি মেয়ে খ্যাত কবরী সারোয়ার ইহলোকের মায়া ত্যাগ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।এদেশ সারাজীবন আপনার ঐতিহাসিক কাজগুলো মনে রাখবে।ওপারে ভালো থাকবেন ....

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত শিল্পী বেলাল খান তার ফেসবুক টাইমলাইনে লেখেন, আমাদের কৈশোর কালের নায়িকা ছিলেন কবরী।
মুগ্ধ হয়ে দেখতাম। কী মিষ্টি হাসি তার! শেষ বয়সে এসে রাজনীতিতেও নাম লেখালেন। এমপি হলেন। করোনা আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরেই আইসিইউতে মেকানিক্যাল ভেন্টিলেটরে ছিলেন তিনি। আজ চলে গেলেন চিরতরে।

শাহনাজ খুশী ফেসবুক টাইমলাইনে লেখেন, সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবরী আপা! কোথায় যেন একটা আশা ছিল,সবাইকে অবাক করে,আপনি সেই চির চেনা মিষ্টি হাসি দিয়ে ফিরে আসবেন!!!😥😥 শ্রদ্ধা,ভালবাসা।ওপারে শান্তিতে ঘুমান।

সঙ্গীত শিল্পী ইমরান তার ফেসবুক টাইমলাইনে লেখেন, ঢাকা'ই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের 'মিষ্টি মেয়ে' খ্যাত সারাহ বেগম কবরী চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

নবাগত নায়ক সিয়াম আহমেদ লিখেন, অবশেষে ঢাকা'ই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের 'মিষ্টি মেয়ে' খ্যাত সারাহ বেগম কবরী চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

সঙ্গীত শিল্পী  এলিটা স্ট্যাটাসে বলেন, The queen of our hearts. May you rest in peace mishti meye #Kabori ❤️

Years later, when smiling was more of a chore, rarely did her beautiful smile ever reach her eyes — adventurous, rebellious, curious and filled with love and thousands of stories of a life unfathomable by the regular folk

সাদিয়া আফরিন সুচি একটি স্ট্যাটাসে আবেগঘন স্ট্যাটাসে লিখেন, এইতো কিছুক্ষণ আগেও পড়লাম কবরী করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছে; এখন এসে দেখি কবরী আর নাই; মাত্র ৩৪ মিনিটের ব্যবধান; ভাবা যায়???🙂 ছোটোবেলার চেনামুখ বলতে ছিলো এই রাজ্জাক-কবরীরা; একে একে ছোটোবেলার সেই কিংবদন্তীগুলোকে হারিয়ে ফেলছি; সত্যি বলতে ভীষণ কষ্ট হচ্ছে, দম আটকে আসছে; অনেকে ভাবতে পারেন,অভিনেত্রীর মৃত্যুতে এত শোকাহত হওয়ার কি আছে?? কিন্তু বিশ্বাস করেন, এরাই ছিলেন আমার শৈশবের পুরোটা জুড়ে; সে এক অন্য টান; আপনি বা আপনারা বুঝবেন না; সত্যিই কিছু বলার ভাষা হারায়ে ফেলেছি; পরপারে ভালো থাকুন কবরীজি;😞

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়