শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১, ১২:০১ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২১, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাঞ্জাবকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো ধোনির চেন্নাই

রাহুল রাজ : [২]নিজেদের প্রথম ম্যাচে বাজে বোলিংয়ের কারণে ১৮৮ রান করেও হেরেছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচেই বোলিং-ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে পাঞ্জাব কিংসকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো দলটি।
[৩]শুক্রবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার ৮ উইকেট হারিয়ে ১০৬ রান করে পাঞ্জাব। টার্গেটে খেলতে নেমে ২৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে চেন্নাই জয় নিয়ে মাঠ ছাড়ে।
[৪]ধোনিদের রান তাড়া নিয়ে তাড়াহুড়োর কিছু ছিল না। ১২০ বলে প্রয়োজন ছিল মাত্র ১০৭। তবুও শুরুটা ভালো হয়নি তাদের। ১৬ বলে মাত্র ৬ রান করে ফেরেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড। আরেক ওপেনার ফাফ ডু প্লেসিস ৩৩ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
[৫]সর্বোচ্চ ৩১ বলে ৪৬ রান করেন মঈন আলী। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ১টি ছয়ের মারে। মাঝে সুরেশ রায়না ৮ ও আম্বাতি রাইডু ফেরেন ০ রান করে। স্যাম কারান অপরাজিত ছিলেন ৫ রান করে। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন মোহাম্মদ শামি।
[৬]এর আগে বিব্রতকর ব্যাটিংয়ে মাত্র ১০৬ রান করে পাঞ্জাব। দলটির হয়ে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লোকেশ রাহুল-ক্রিস গেইলরা। দুই ওপেনার রাহুল-মায়াঙ্ক আগারওয়াল ফেরেন ৫ ও ০ রান করে। ১০ রান করে আসে গেইল-দীপক হুদার ব্যাট থেকে। ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরান ফেরেন ডাক মেরে।
[৭]সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একাই লড়েছেন শাহরুখ খান। তিনি ৩৬ বলে ৪টি চার ও ২টি ছয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন। এ ছাড়া ঝাই রিচার্ডসন করেন ১৫ রান।
[৮]দীপক চাহার সর্বোচ্চ ৪ উইকেট নেন মাত্র ১৩ রান দিয়ে। ১টি করে উইকেট নেন স্যাম কারান, মঈন আলী, ডুয়াইন ব্র্যাভো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়