শরীফ শাওন: [২] ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গত বুধবার ফেসবুক লাইভে ১ ঘন্টা ১০ মিনিটের ভিডিও বক্তব্যে আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনা করেন।
[৩] সমালোচনায় নূর বলেন, আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম উলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না। মামুনুল হকের রিসোর্ট কাণ্ডকে সরকারের চাল দাবি করে বলেন, কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা নিজেদের মুসলমান দাবি করেন, অন্তত আওয়ামী লীগ কইরেন না।
[৪] নূরের বক্তব্য নিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, নূর মানসিক বিকারগ্রস্ত, তাই আবোল তাবোল বকছেন। তার কথা কেউ গুরুত্ব দেয় না। এসবের মাধ্যমে সে ছাত্র সমাজে হাসির পাত্রে পরিণত হয়েছে। আমি তার মানসিক সুস্থ্যতা কামনা করি।
[৫] নূরের ভিডিও বার্তায় তপু মোস্তফা মন্তব্য করেছেন, ‘ভাই তোরে অনেক পছন্দ করি কিন্তু এইবার একটু থাম, ঠিকঠাক রোজা কর, মানুষের জন্য দোয়া কর, ইসলাম শান্তির ধর্ম, মানুষ এখন অসহায় প্লিজ এগুলো বন্ধ কর, আর ভাই ভাবছিলাম তোমারে দিয়ে ভালো কিছু পাবো কিন্তু এখন মনে হচ্ছে আর হবেনা।’