ফেসবুক থেকে: দর্জি! হ্যাঁ, তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দর্জি!
এই প্রবীণ ব্যক্তির নাম ড. মাকসুদ হেলালী; পেশা অধ্যাপনা। তিনি পড়ান বুয়েটে; তাঁর বিভাগ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
তবে এই মূহুর্তে তাঁর মূল পেশার স্থান বন্ধ; তাই করছেন ভিন্ন একটি পেশার কাজ। ডাক্তারদের জন্য পিপিই বানাচ্ছেন তিনি নিজে।
এরপরও ভাবছেন এদেশের মানুষ পড়ে পড়ে শুধু মরবে, লড়াই না করেই? এমন মানুষ চারিদিকে ছড়িয়ে আছে; তবুও আমরা হতাশ হচ্ছি!
"মানুষ"গুলোকে চিনে নিন। পৃথিবী একদিন শান্ত হবে, সেদিন তাঁদের স্মরণ করবেন। অন্ততঃ তাঁদের এই লড়ে যাওয়াটাকে যেন আমরা ভুলে না যাই!!💞
(সৌজন্যে: আবু মোর্শেদ চৌধুরী )