শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরাসি নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ত্যাগের পরামর্শ দিয়েছে ফ্রান্স

তাহমীদ রহমান: [২] দূতাবাস ফরাসি নাগরিকদের একটি ইমেইলে জানিয়েছে, পাকিস্তানে ফরাসী স্বার্থের জন্য গুরুতর হুমকির কারণে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। বাণিজ্যিক বিমান সংস্থা দ্বারা তাদের দেশে ফিরিয়ে আনার হবে।

[৩] দেশটির কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী তেহরিক ই লাব্বাইক ফরাসি নাগরিক ও কোম্পানিগুলোকে সতর্ক করে দিয়ে বার্তা পাঠিয়েছে।

[৪] ফরাসী দূতাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং বাইরের প্রাচীরের চারদিকে দুর্গ আকারে নিরাপত্তা কর্মী রাখা হয়েছিল।

[৫] স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সমস্ত ফরাসী নাগরিক এখানে নিরাপদ এবং তাদের কোনও হুমকি নেই। আমাদের পুলিশ এবং রেঞ্জাররা পরিস্থিতি সামাল দিতে সক্ষম।

[৬] ইসলামাবাদে বসবাসরত ফরাসী নাগরিক লুডো ভ্যান ভোরেন জানিয়েছেন, দূতাবাসের পরামর্শ মূল্যায়ন করবেন। তিনি আরও বলেন, আমরা কিছুটা হতবাক হয়েছি এবং কী করব তা চিন্তা করছি। আমরা আতঙ্কিত হইনি, তবে আমরা খুব সচেতন। এখন পরিস্থিতি বদলেছে কিনা তা নিয়ে কাজ করার চেষ্টা করছি।

[৭] গত বছর টিএলপির বিক্ষোভের জেরে পাকিস্তান সরকার ফরাসি পণ্য বয়কটকে সমর্থন জানিয়ে এক চুক্তিতে স্বাক্ষর করে। এছাড়া ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের উদ্যোগও সংসদে নেয়া হয়। এ সপ্তাহে ফরাসি প্রতিনিধিকেও বহিষ্কারের দাবি জানিয়েছে টিএলপি।

[৮] ফরাসী সরকারের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, গত বছর পাকিস্তানে প্রায় ৪৪৫ জন ফরাসী নাগরিক এবং ৩০ টিরও বেশি সংস্থার নিবন্ধভুক্ত হয়েছিল। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়