শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ১০:০৪ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরাট কোহলির কারণেই আমি ভালো ব্যাটসম্যান হয়ে উঠতে পেরেছি,বললেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : [২] মাঠে তাদের নিয়ে যতই তুলনা করা হোক মাঠের বাইরে বিরাট কোহলির সহয়তাই পেয়েছেন পাকিস্তানের সেরা ক্রিকেটার বাবর আজম। কোহলির থেকে পাওয়া পরামর্শের কথা নিজেই স্বীকার করলেন বাবর।

[৩] স্বপ্নের সময় যাচ্ছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। ১,২৫৮ দিন সিংহাসনচ্যুত হয়েছেন বিরাট কোহলি। তাকে সরিয়ে আইসিসি একদিনের ব্যাটসম্যানদের তালিকায় সদ্য উঠে এসছেন তিনি। চলতি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৪৯ বলে করে ফেলেছেন শতরান। বিশ্ব ক্রিকেটমহলে এখন চর্চার বিষয় একটাই। বাবর না বিরাট, ভারত ও পাকিস্তানের বর্তমানের দুই তারকার মধ্যে সেরা ব্যাটসম্যান কে?

[৪] তবে মাঠে তাদের নিয়ে যতই তুল্যমূল্য বিচার হোক, মাঠের বাইরে বিরাট কোহলির সহায়তাই পেয়েছেন বাবর। এমনটাই দাবি করলেন পাকিস্তান তারকা। কোহলির থেকে পাওয়া পরামর্শের কথা নিজেই স্বীকার করলেন বাবর। ২৬ বছরের তারকা বলেন, অতীতে আমি নেটে ব্যাটিং করার বিষয়টি হালকাভাবে নিতাম। এ বিষয়ে একবার বিরাট কোহলির সঙ্গে কথা বলায় ও আমাকে উপদেশ দেয় নেটে ব্যাট করার উপর ম্যাচের মতই সমান গুরুত্ব দিতে। নেটে বাজে শট খেলে আউট হলে, ম্যাচেও বাজে শটে আউট হওয়ার সম্ভাবনা থেকে যায়।

[৫] আবার নেটে ভালো খেললে সেই আত্মবিশ্বাস ম্যাচেও সাহায্য করে। ওর এই উপদেশ আমায় ভীষণ সাহায্য করেছে। এখন আমি নেটেও সর্বদা ভালো ব্যাট না করতে চেষ্টা করি। নেট সেশন খারাপ গেলে আমার সারাদিনটাই মাটি হয়ে যায়।

[৬] দু’দেশের দুই তারকা ব্যাটসম্যান ও অধিনায়কের কথোপকথন, ক্রিকেটীয় ভাবমূর্তিকেই আরও বেশি করে তুলে ধরতে সাহায্য করে। তবেই এই প্রথম নয়, এর আগেও বারবার পাকিস্তানের বিভিন্ন ক্রিকেটারকে উপদেশ দিতে দেখা গেছে কিং কোহলিকে। পাকিস্তানি ফাস্ট বোলার মহম্মদ আমিরকে তো একবার ব্যাটও উপহার দেন কোহলি।ওয়ানডের পর এবার বাবরের লক্ষ্য টেস্ট তালিকায় শীর্ষস্থান দখল করা। কোহলি ও বাবরের একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা দু’দেশের ক্রিকেটই আরও উন্নত করবে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়