শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক ◈ সিলেটে পিকআপ-লেগুনা সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৫৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন করে নিষেধাজ্ঞা, পরিণতি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো মস্কো

সালেহ্ বিপ্লব: [২] যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের সম্পর্কের শুরুটাই ভালো ছিলো না। গত মার্চে যা-তা কাণ্ড করেছেন বাইডেন, পুতিনকে অভিহিত করেছেন খুনি বলে। এ নিয়ে টানাপড়েনের মধ্যেই বুধবার ফোন করে পুতিনের সঙ্গে কথা বলেছেন বাইডেন। বিবিসি

[৩] ফোনালাপে অস্ত্র নিয়ন্ত্রণ, সাইবার হামলাসহ দুদেশের মধ্যকার জমাট বরফ গলানোর স্বার্থে রুশ প্রেসিডেন্টকে তৃতীয় কোনও দেশে সংলাপে বসার প্রস্তাবও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এর একদিন পার হতে না হতেই নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানালো যুক্তরাষ্ট্র। ফলে বাইডেন-পুতিন সম্পর্কের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশের সম্পর্কও। ব্লুমবার্গ

[৪] ১২ রুশ নাগরিক ও ২০ প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করা হবে বলেও জানিয়েছে ওয়াশিংটন।

[৫] নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বৃহস্পতিবার বলেছেন, এই নিষেধাজ্ঞা উভয় দেশকেই ক্ষতিগ্রস্ত করবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন দু’দেশের সম্পর্কের অবনতির দায়দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। স্পুৎনিক

[৬] মুখপাত্র এও বলেন, টেলিফোনে বাইডেন বলেছেন, দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন তিনি। কিন্তু তার প্রশাসনের আজকের আচরণ ভিন্ন কথা বলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়