আকাশ আহম্মেদ: [২] সারাদেশের ন্যায়ে রাজৈরেও চলছে কঠোর লকডাউন। প্রশাসন শক্ত অবস্থানে থাকায় রমজান মাস হলেও চাইলেই ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ।
[৩] উপজেলা সদর ও টেকেরহাট বন্দরসহ সকল বাজার প্রতি মূহূর্তে পরিদর্শন করেন প্রশাসনিক টিম। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান।
[৪] তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিভিন্নস্থানের বাজারগুলো পরিদর্শন শেষে রাজৈর বাসস্টান্ডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পড়ে বের হওয়ায় ৪ জনকে ১১শত টাকা জরিমানা করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী