শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধু ধর্ষণের সহযোগিতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী)প্রতিনিধি : [২] পটুয়াখালীর কলাপাড়ায় এক সন্তানের জননী গৃহবধুকে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে রুবেল সিকদার (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] বুধবার (১৪ এপ্রিল ) শেষ বিকেলে পূর্ব টিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। এ ঘটনায় গৃহবধুর পিতা বাদী হয়ে বারেক সিকদার (২৮) কে প্রধান আসামী করে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

[৪] স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ৪ এপ্রিল রাত ৮টার দিকে গৃহবধু পূর্ব টিয়াখালী গ্রামের তার স্বামীর বাড়িতে বসে রান্না করতেছিল। এ সুযোগে ঘর ফাকা পেয়ে বারেক সিকদার তাদের রান্না ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় রুবেল ঘরের দরজার সামনে দাড়িয়ে পাহাড়া দেয়।

[৫] পরে গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করেন। গৃহবধুকে সুস্থ করতে তুলতে মামলা করতে দেরি হয়েছে বলে তার পিতা উল্লেখ করেন।

[৬] কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং প্রধান আসামি বারেককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়