শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৩৩ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার রাজস্থানের বড় দায়িত্ব পড়লো মোস্তাফিজের কাঁধে

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বড় ধরনের ধাক্কা খেলো রাজস্থান রয়েলস। জফরা আর্চারের পর এবার দলের সবচেয়ে বড় তারকা বেন স্টোকস টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন।

[৩] গত সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান স্টোকস। ক্রিস গেইলের ক্যাচ ধরার সময় চোটটা পেয়েছিলেন। এরপর তড়িঘড়ি মাঠ ছাড়েন।

[৪] এরপর রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন স্টোকস। ৩ বলে কোনও রান করতে পারেননি। এর পরে জানা যায় ফিল্ডিংয়ের সময় আঙুল ভেঙে গেছেন ইংলিশ পেস অলরাউন্ডার।

[৫] রাজস্থান এক টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে। রাজস্থান রয়্যালস টুইট করে জানায়, স্টোকসকে এ বছর আর আইপিএলে পাওয়া যাবে না। তবে দলকে সমর্থন করতে স্কোয়াডের সঙ্গে থাকবেন তিনি।

[৬] স্টোকসের চোট রাজস্থানের জন্য অনেক বড় ধাক্কা। একই কারণে আপাতত তারা পাচ্ছে না ইংল্যান্ডের আরেক ফাস্ট বোলার জোফরা আর্চারকে।

[৭] এদিকে বিদেশি চারটি জায়গার জন্য এখন রাজস্থানের থাকল ছয় বিদেশি ক্রিকেটার- জস বাটলার, ক্রিস মরিস, মোস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার ও অ্যান্ড্রু টাই।

[৮] তবে তাদের দলের গুরুত্বপূর্ণ দুই ফাস্ট বোলার না থাকায় ফাস্ট বোলিং বিভাগ সামলাতে হবে মোস্তাফিজুর রহমান, ক্রিস মরিস এবং অ্যান্ড্রু টাইকে।
[৯] রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন (অধিনায়ক), মাহিপাল লমরর, মানান ভোহরা, রিয়ান পরাগ, রবিন উথাপ্পা, ডেভিড মিলার, মায়াঙ্ক মারকান্দে, জফরা আর্চার, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগী, অ্যান্ড্রু টাই, বেন স্টোকস, রাহুল তেভাটিয়া, যশস্বী জাইসওয়াল, জস বাটলার, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, শিভম দুবে, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান,লিয়াম লিভিংস্টোন, আকাশ সিং, কেসি কারিপ্পা, কুলদ্বীপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়