শিরোনাম
◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তীরে নিয়ে নাইটদের তরী ডুবিয়েছে রাসেল ও কার্তিক, ক্ষোভ ঝাড়লেন শেওয়াগ

স্পোর্টস ডেস্ক : [২] মঙ্গলবার (১৩ এপ্রিল) মুম্বাই জুজু কাটতে পারল না কলকাতা নাইট রাইডার্স। মওশুমের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০ রানে হেরে বসল নাইটবাহিনী। এরপরেই কেকেআর তারকাযুগল আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিককে নিয়ে প্রশ্ন তুললেন বীরেন্দ্র শেওয়াগ।

[৩] জয়ের জন্য ২৮ বলে প্রয়োজন ৩১ রানের, হাতে পাঁচ উইকেট। এমন সময়ে ক্রিজে কার্তিককে সঙ্গ দিতে আসেন রাসেল। আইপিএলের সর্বকালের ইতিহাসে ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক স্ট্রাইক রেটের মালিক ড্রে রাস। অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র দিন দুয়েক আগে ৯ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলে আইপিএল মওশুম শুরু করেছেন কার্তিক। নাইট যুগলের কাছে এমন এক পরিস্থিতি বিন্দুমাত্র চিন্তার কারন হওয়ার কথা নয়।

[৪] সবাইকে অবাক করে স্বভাববিরুদ্ধ ভঙ্গিমায় ১৫ বল খেলে মাত্র ৯ রানই করতে পারেন রাসেল। কার্তিক করেন ১১ বলে ৮। এরপরেই নাইটদের অভিজ্ঞ দুই তারকার দিকে আঙুল তুলেছেন শেওয়াগ। নিজের সোজাসাপটা জবাব ও মজার স্বভাবের জন্য পরিচিত বীরু নাইট যুগলের মন্থর গতিতে রান করাকে পরাজয়ের অন্যতম কারণ হিসাবে সনাক্ত করেন।

[৫] তিনি বলেন, গত ম্যাচের পর ইয়ন মর্গ্যান আগ্রাসী মনোভাব নিয়ে খেলার কথা বলেন। ইয়ন মর্গ্যান, সাকিব আল হাসান, শুভমন গিল বা নীতিশ রানা, সকলেই ইতিবাচক মনোভাব নিয়ে ব্যাট করতে নেমেছিলেন। তবে আন্দ্রে রাসেল বা দীনেশ কার্তকের ব্যাটিংয়ে তা বিন্দুমাত্র চোখে পড়েনি। ওদের খেলা দেখে মনে হচ্ছিল শুরুতে একটু সামলে খেলে ওরা ম্যাচের শেষ ওভারে জয় সুনিশ্চত করতে চায়। তবে তা সম্ভব হয়নি।

[৬] মুম্বাই তাদের ইনিংসের শেয পাঁচ ওভারে সাত উইকেট হারায় ও মাত্র ৩০ রান মতোই করতে পারে। বীরু মনে করেন মুম্বাইয়ের ইনিংস থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল কেকেআরের। সেট হয়ে যাওয়ার পরে রানা বা গিল ম্যাচের শেষ অবধি টিকে থাকলে ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। জয়ের পথে ফেরার লক্ষ্যে কেকেআরের পরের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। - ইন্ডিয়ানএক্সপ্রেস/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়