নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা সংক্রমনের সরকারি আদেশ অমান্য করায় জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
[৩] ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর।
[৪] বুধবার (১৪ এপ্রিল) বেলা ১২ টায় ভ্রাম্যমান আদালত সরকারি নির্দেশনা না মানার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫ টি মামলায় ১০,৮০০(দশ হাজার আটশত টাকা) অর্থদন্ড প্রদান করেন।
[৫] এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর জানান, আসলে জরিমানা বা পিটিয়ে সচেতনতা খুব একটা সম্ভব নয়। আমি আপনি নিজের জন্য সচেতন হওয়া চাই।আমাদের মনে রাখতে হবে,ইতিপূর্বে অনেকে আক্রান্ত হচ্ছেন, তাদের অধিকাংশ করোনায় আক্রান্তের পর ফুফফুসে সংক্রমিত হন। ঢাকার অনেক গুলো হাসপাতালে সিটও খালি নেই।তবুও আমরা সজাগ রয়েছি,আমাদের অভিযান চলছে।এসময় তিনি সকলের স্বার্থে সকলকে সরকারী বিধি মেনে চলার অনুরোধ করেন। সম্পাদনা: সাদেক আলী