মো.ইউসুফ মিয়া : [২] রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভর্তি হওয়া ২জন রোগীকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে এঘটনা ঘটে।
[৩] পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের দায়ীত্বরত চিকিৎসক বলেন, আমাকে হুমকি দিয়ে ভর্তি হওয়া চিকিৎসাধীন রোগী মোঃ ওয়াজেদ আলী(৬০) ও তার স্ত্রী রওশনারা বেগম (৫০) নামের ২ জন রোগীকে শামীম ও তার সহযোগীরা হাসপাতালে এসে মারপিট করে নিয়ে যায়।
[৪] এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তরুন কুমার পাল বলেন, বিষয়টি আমি আবগত আছি আমার কাছে কোন প্রকার লিখিত অভিযোগ পেলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
[৫] ছিনতাইকারী শামীম পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাযধীন শরিষা ইউনিয়নে স্বাস্থ্য সহকারী (ফিল্ড ওয়ার্কার) হিসেবে দায়ীক্তরত রয়েছে সূত্রে যানা গেছে।
[৬] হাসপাতালের রেজিস্টার থেকে ভর্তি হওয়ার রোগের মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা জানান বেশকিছুদিন ,আমাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ থাকায় আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে। পরে আমরা চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে এসে ভর্তি হই। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই শামীম ও তার সহযোগীরা আমাদেরকে হাসপাতাল থেকে মারপিট করে বের করে দেয়। দেশে যদি আইন থাকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ধরনের বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।