শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০১ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনীতি ছেড়ে দিতে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, গুমও হতে পারি : নুর

শিমুল মাহমুদ: [২] সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক ভিপি এ কথা বলেন।

[৩] নুরুল হক নুর বলেন, আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে। এ দেশে রাজনীতি করতে এসে কি আমরা পাপ করলাম, নাকি এ দেশে জন্ম নেওয়া পাপ?

[৪] তিনি বলেন, মোদিবিরোধী বিক্ষোভ থেকে আটক অনেকেই আছে, যারা ছোটখাটো চাকরি করত। কেউ ছাত্র, কেউ সাধারণ মানুষ। তাদের অনেককেই ধরে নেওয়া হয়েছে।

[৫] বাংলাদেশ ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর আরও বলেন, ডাকসু নির্বাচনের সময়ও সংবাদ সম্মেলন করে বলেছিলাম, আমাকে হুমকি দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার মতো নেতাকে জেলে নিয়ে পুরলে, তোমার মতো নুরুকে খাইতে ১০ সেকেন্ড সময়ও লাগবে না- এমন কথাও শুনেছি। আমি বলছি আপনারা যদি প্রমাণ করতে পারেন, এই ছেলেগুলো সহিংসতার সঙ্গে জড়িত, আপনারা আমাকে ফাঁসি দিন, মেনে নেব।

[৬] তিনি আরো বলেন, আমি বলতে পারি আমাদের পরিষদের কর্মীরা কোনো অপরাধের সঙ্গে জড়িত না। সহিংসতা এড়াতে আমরা সেদিন কর্মসূচি দিয়েছিলাম পল্টনে। আমরা যখন জানতে পারলাম সেখানে ছাত্রলীগ-যুবলীগ সশস্ত্র অবস্থান নিয়েছে, আমরা লোকেশন চেঞ্জ করে নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল শুরু করি। আমাদের ইচ্ছা ছিলো- একটা শান্তিপূর্ণ প্রতিবাদ দেখানো।

[৭] আজ সরকার কারো কথা শুনছে না, কারো মতামত নিচ্ছে না। যে কারণে আজ দেশে এই অবস্থা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়