শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০১:২৮ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমান বন্ধ থাকায় বিদেশগামীদের উদ্বেগ

মিনহাজুল আবেদীন: [২] লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বেশির ভাগ মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। রোববার বিবিসি বাংলার ফেসবুক পাতায় একজন লিখেছেন, ইউএসবাংলা এয়ারলাইন্সে তার কাতারগামী ফ্লাইট ছিলো আগামী ১৮ই এপ্রিল, যে টিকেটটি পেয়েছেন তিনি ৪৭০ দিন অপেক্ষা করে। তার প্রশ্ন, ‘আমার লস এখন কে দেবে’?

[৩] জাহিদ হাসান নামে একজন লিখেছেন, আমার ১৮ই এপ্রিল ফ্লাইট ছিলো, টিকিটটি তিন মাস অপেক্ষা করার পর পেয়েছি। ‘এখন কী হবে আমাদের’।

[৪] ইবনে আলী তার সমস্যার কথা উল্লেখ করে জানান, কাতারে যাওয়ার এন্ট্রি পারমিট নিয়ে শত শত মানুষ অপেক্ষা করছে। যে পারমিটের মেয়াদ মোটে এক মাস। এরকম এন্ট্রি পারমিটধারী কেউ এই নিষেধাজ্ঞা চলাকালীন ফ্লাইট মিস করলে তার সব শেষ। দ্বিতীয়বার আর কোনও সুযোগ নেই।

[৫] এক বিজ্ঞপ্তিতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এক সপ্তাহের জন্য সকল যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করবে। তবে অভ্যন্তরীণ রুটে কোনও বিমান চলবে না।

[৬] বেবিচক জানায়, আন্তর্জাতিক যাত্রী পরিবহন বন্ধ থাকলেও এই সময় মানবিক সহায়তার, ত্রাণ, কার্গো বা বিশেষ বিবেচনার বিমান চলাচল করতে পারবে। সেক্ষেত্রে যাত্রীদের যাওয়ার ক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকতে হবে। তবে বাংলাদেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়