শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুভেন্টাসের সহজ জয়, টানা ১১তম ম্যাচ জিতলো ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক : [২] ইতালিয়ান লিগ সিরি আয় টেবিলের নিচের সারির দল জেনোয়ার বিপক্ষে সহজেই জিতেছে জুভেন্টাস। অন্যদিকে কালিয়ারির বিপক্ষে কষ্টের জয় পেয়েছে ইন্টার মিলান। টানা ১১তম জয়ে দলটি দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রইল।

[৩] রোববার জুভেন্টাস ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ৩-১ গোলে জয় তুলে নেয় জেনোয়ার বিপক্ষে। ইন্টার নিজেদের মাঠে ১-০ গোলে হারায় কালিয়ারিকে। জুভরা এদিন দেইয়ান কুলুসেভস্কির গোলে প্রথমে এগিয়ে যায়। এরপর ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। জানলুকা স্কামমাক্কা জেনোয়ার পক্ষে ব্যবধান কমানোর পর জুভদের পক্ষে তৃতীয় গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।

[৪] তবে জিতলেও টানা নয়বারের চ্যাম্পিয়নদের এবারের লিগ শিরোপা জয়ের আশা অনেকটাই ফিকে। তাদের লড়াইটা বরং এখন শীর্ষে চারে থাকা। ইন্টার অবশ্য লিগ শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে দারুণ গতিতে। এদিন ম্যাটিও ডারমিয়ান একমাত্র গোলটি করেন দলটির পক্ষে।

[৫] চ্যাম্পিয়ন হতে বাকি ৮ ম্যাচে আর ১৬ পয়েন্ট হলেই চলবে আন্তোনিয়ো কান্তের দলের। ২০০৯-১০ সেশনের পর যারা আর শিরোপার দেখা পায়নি। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট ইন্টারের। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জুভেন্টাস। চারে থাকা নাপোলির পয়েন্ট ৫৯। - গোল ডটকম/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়