শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০১:৪০ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্ভবতী নারীদের যে ৭টি কাজ করা উচিত নয়

আতাউর অপু: গর্ভাবস্থায় কিছু সাবধানতা অবলম্বন করতে হয় নারীদের। এমন কিছু কাজ আছে যা গর্ভবতী নারীদের করতে নেই। যে কাজগুলো করলে গর্ভবতী নারীদের গর্ভস্থ সন্তান বা দুজনেরই ক্ষতি হতে পারে।

১. কাঁচা কিংবা আধসেদ্ধ খাবার এ সময় একেবারেই খাওয়া যাবে না। ডিমের পোচ বা হাফ বয়েল ডিম গর্ভবতীদের খেতে নেই। সিফুড, কাঁচা চিজ গর্ভাবস্থায় এড়িয়ে চলুন।

২. ক্যাফিন ইনটেক গর্ভাবস্থায় মারাত্মক ক্ষতিকর হতে পারে। কফির মধ্যে সবেচেয়ে বেশি পরিমাণ ক্যাফিন থাকে। এছাড়া সোডা ওয়াটার, সফট ড্রিংক, চকোলেট, গ্রিন টি-তেও ক্যাফিন থাকে।

৩. এমন কিছু কিছু ওষুধ আছে যেগুলো গর্ভাবস্থায় খাওয়া ঠিক নয়। সেই কারণে নিজে থেকে কোনও ওষুধ খাওয়া যাবে না। যে কোনও সমস্যায় ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই ওষুধ খেতে হবে।

৪. গর্ভবতী মহিলাদের জুতো নির্বাচন নিয়ে সতর্ক হওয়া খুব জরুরি। আরামদায়ক এবং নিরাপদ জুতা এ সময় ব্যবহার করতে হবে। হিলস পরা যাবে না। ঝুঁকে পরতে হয় এমন জুতাও এ সময় না পরা ভালো।

৫. গর্ভাবস্থায় বডি পেইন্ট করানো মারাত্মক ক্ষতিকর হতে পারে। পেইন্টের মধ্যে নানা রকম রাসায়নিক থাকে যা গর্ভস্থ সন্তানের জন্য প্রাণঘাতীও হতে পারে। বাড়িতে গর্ভবতী মহিলা থাকলে এ সময় ঘর রং করাবেন না।

৬. গর্ভাবস্থায় অনেকে আপনাকে অনেক রকম উপদেশ দিবে। তবে সবার সব কথা বিশ্বাস করে সেই মতো কাজ করতে যাবেন না। আপনি নিজে যে কাজে স্বচ্ছন্দ নন, এমন কিছু করতে যাবেন না।

৭. ধূমপান ও মদ্যপান গর্ভাবস্থায় একেবারে চলবে না। এর ফলে আপনার সন্তানের মারাত্মক ক্ষতি হতে পারে। এমনকি ধূমপানের ফলে গর্ভপাতও হয়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়