শিরোনাম
◈ লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমান্ত শিশু নিহত ◈ ভারতের ৪ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ২০২৬ টি-টোয়েন্টি দল থেকে বাদ! ◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার আমতলীতে মোটর সাইকেল চালকের পা ভেঙ্গে ১ লক্ষ টাকা ছিনতাই

জিয়া উদ্দিন:  [২] রোববার দুপুর ২টায় আমতলী- তালতলী সড়কে রুবেল মুন্সীকে গতিরোধ করে ১ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে আইয়ুব ও আরিফ। রুবেলের বাম পায়ের হাটু ভেংগে দিয়েছে। পুলিশ পরিদর্শন করেছে।

[৩] জানাগেছে, সকালে পাশ্ববর্তী তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের আজিজ হাওলাদার জনতা ব্যাংকে টিটি করতে ১ লক্ষ টাকা দেয় মোটর সাইকেল চালক রুবেলের কাছে। রুবেল টাকা নিয়ে আমতলী জনতা ব্যাংকের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে আমতলী- তালতলী সড়কের দক্ষিন পশ্চিম আমতলী আসতেই মোটর সাইকেল গতিরোধ করে আইয়ুব ও আরিফ।

[৪] তারা মোটর সাইকেল চালকের কাছে ১ লক্ষ টাকা চাইলে দিতে অস্বীকার জানালে তার বাম পায়ের হাটু ভেঙ্গে দিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরাত চিকিৎসক রুবেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ এলাকায় পরিদর্শন করেন।

[৫] মোটর সাইকেল চালক রুবেল বলেন, আমি ১ লক্ষ টাকা নিয়ে আমতলী জনতা ব্যাংকে আরছিলাম। পথিমধ্যে আইয়ুব ও আরিফ আমার মোটর সাইকেল গতিরোধ করে। টাকা চাইলে না দিলে আমার পা ভেংগে দিয়ে আরার সাথে টাকা নিয়ে চলে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়