শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৭:০২ বিকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার আমতলীতে মোটর সাইকেল চালকের পা ভেঙ্গে ১ লক্ষ টাকা ছিনতাই

জিয়া উদ্দিন:  [২] রোববার দুপুর ২টায় আমতলী- তালতলী সড়কে রুবেল মুন্সীকে গতিরোধ করে ১ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে আইয়ুব ও আরিফ। রুবেলের বাম পায়ের হাটু ভেংগে দিয়েছে। পুলিশ পরিদর্শন করেছে।

[৩] জানাগেছে, সকালে পাশ্ববর্তী তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের আজিজ হাওলাদার জনতা ব্যাংকে টিটি করতে ১ লক্ষ টাকা দেয় মোটর সাইকেল চালক রুবেলের কাছে। রুবেল টাকা নিয়ে আমতলী জনতা ব্যাংকের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে আমতলী- তালতলী সড়কের দক্ষিন পশ্চিম আমতলী আসতেই মোটর সাইকেল গতিরোধ করে আইয়ুব ও আরিফ।

[৪] তারা মোটর সাইকেল চালকের কাছে ১ লক্ষ টাকা চাইলে দিতে অস্বীকার জানালে তার বাম পায়ের হাটু ভেঙ্গে দিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় রুবেলকে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরাত চিকিৎসক রুবেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ এলাকায় পরিদর্শন করেন।

[৫] মোটর সাইকেল চালক রুবেল বলেন, আমি ১ লক্ষ টাকা নিয়ে আমতলী জনতা ব্যাংকে আরছিলাম। পথিমধ্যে আইয়ুব ও আরিফ আমার মোটর সাইকেল গতিরোধ করে। টাকা চাইলে না দিলে আমার পা ভেংগে দিয়ে আরার সাথে টাকা নিয়ে চলে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়