শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দি শুনে মঞ্চ ছাড়ার কারণ জানালেন এ আর রহমান

বিনোদন ডেস্ক: অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী সংগীত পরিচালক এ আর রহমান। কয়েকদিন আগে চেন্নাইয়ে তার ‘নাইনটি নাইন সংস’ সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে সঞ্চালকের মুখে হিন্দি শুনে মঞ্চ থেকে নেমে যান তিনি। এরপর বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাইজিংবিডি

সম্প্রতি এক সাক্ষাৎকারে এর কারণ জানিয়েছেন এ আর রহমান। তিনি বলেন, ‘হয়েছিল কি, আমরা তিন ভাষায় অডিও প্রকাশ করেছি। হিন্দির পর্ব আগেই শেষ হয়ে গিয়েছিল এবং আমরা তামিলনাড়ুতে ছিলাম। মঞ্চের কিছু নির্দিষ্ট প্রটোকল ছিল। আমরা তামিল দর্শকদের সঙ্গে কথা বলছিলাম। ইতোমধ্যে তারা বলাবলি করতে শুরু করে এহান ভাট (নায়ক) অনেক ফর্সা। তাই আমি সঞ্চালককে প্রটোকল মেনে তামিল ভাষায় কথা বলতে বলি।’

প্রখ্যাত এই সংগীত পরিচালক আরো বলেন, ‘আমার মনে হয় সঞ্চালক এহানকে বোঝানোর জন্য হিন্দিতে কথা বলেছিলেন। তাই আমি বলেছিলাম, হিন্দি? এবং আমাকে মঞ্চ থেকে নামতে হয়েছে। কারণ এরপর অন্যদের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু মানুষ দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। এতে আমার ভীষণ রাগ হয়েছে। এটি নিছক একটি মজা ছিল। সিরিয়াস কিছুই ছিল না। তবে এতে আমাদের অনেক অর্থ বেঁচে গেছে। ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে এহানকে পরিচয় করাতে হয়নি।’

এর আগে ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, মঞ্চে কাশ্মীরি অভিনেতা এহান ভাটের সঙ্গে এ আর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক তামিল বলতে বলতে হঠাৎ হিন্দিতে এহানকে স্বাগত জানান। আর হিন্দি শুনেই মঞ্চ থেকে নেমে যান এ আর রহমান।

‘নাইনটি নাইন সংস’ এ আর রহমানের লেখক ও প্রযোজক হিসেবে প্রথম সিনেমা। আগামী ১৬ এপ্রিল হিন্দি, তামিল, তেলেগু ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়