শিরোনাম
◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত ◈ বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল ◈ ইরানের বিরুদ্ধে অভিযানে সৌদি আকাশসীমা ব্যবহারে যুবরাজ সালমানের নিষেধাজ্ঞা ◈ যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যার জন্যে হোমল্যান্ড সিকিউরিটির দুই কর্মকর্তাকে বরখাস্ত ◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায়

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দি শুনে মঞ্চ ছাড়ার কারণ জানালেন এ আর রহমান

বিনোদন ডেস্ক: অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী সংগীত পরিচালক এ আর রহমান। কয়েকদিন আগে চেন্নাইয়ে তার ‘নাইনটি নাইন সংস’ সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে সঞ্চালকের মুখে হিন্দি শুনে মঞ্চ থেকে নেমে যান তিনি। এরপর বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাইজিংবিডি

সম্প্রতি এক সাক্ষাৎকারে এর কারণ জানিয়েছেন এ আর রহমান। তিনি বলেন, ‘হয়েছিল কি, আমরা তিন ভাষায় অডিও প্রকাশ করেছি। হিন্দির পর্ব আগেই শেষ হয়ে গিয়েছিল এবং আমরা তামিলনাড়ুতে ছিলাম। মঞ্চের কিছু নির্দিষ্ট প্রটোকল ছিল। আমরা তামিল দর্শকদের সঙ্গে কথা বলছিলাম। ইতোমধ্যে তারা বলাবলি করতে শুরু করে এহান ভাট (নায়ক) অনেক ফর্সা। তাই আমি সঞ্চালককে প্রটোকল মেনে তামিল ভাষায় কথা বলতে বলি।’

প্রখ্যাত এই সংগীত পরিচালক আরো বলেন, ‘আমার মনে হয় সঞ্চালক এহানকে বোঝানোর জন্য হিন্দিতে কথা বলেছিলেন। তাই আমি বলেছিলাম, হিন্দি? এবং আমাকে মঞ্চ থেকে নামতে হয়েছে। কারণ এরপর অন্যদের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু মানুষ দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। এতে আমার ভীষণ রাগ হয়েছে। এটি নিছক একটি মজা ছিল। সিরিয়াস কিছুই ছিল না। তবে এতে আমাদের অনেক অর্থ বেঁচে গেছে। ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে এহানকে পরিচয় করাতে হয়নি।’

এর আগে ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, মঞ্চে কাশ্মীরি অভিনেতা এহান ভাটের সঙ্গে এ আর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক তামিল বলতে বলতে হঠাৎ হিন্দিতে এহানকে স্বাগত জানান। আর হিন্দি শুনেই মঞ্চ থেকে নেমে যান এ আর রহমান।

‘নাইনটি নাইন সংস’ এ আর রহমানের লেখক ও প্রযোজক হিসেবে প্রথম সিনেমা। আগামী ১৬ এপ্রিল হিন্দি, তামিল, তেলেগু ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়