শিরোনাম
◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দি শুনে মঞ্চ ছাড়ার কারণ জানালেন এ আর রহমান

বিনোদন ডেস্ক: অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী সংগীত পরিচালক এ আর রহমান। কয়েকদিন আগে চেন্নাইয়ে তার ‘নাইনটি নাইন সংস’ সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে সঞ্চালকের মুখে হিন্দি শুনে মঞ্চ থেকে নেমে যান তিনি। এরপর বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাইজিংবিডি

সম্প্রতি এক সাক্ষাৎকারে এর কারণ জানিয়েছেন এ আর রহমান। তিনি বলেন, ‘হয়েছিল কি, আমরা তিন ভাষায় অডিও প্রকাশ করেছি। হিন্দির পর্ব আগেই শেষ হয়ে গিয়েছিল এবং আমরা তামিলনাড়ুতে ছিলাম। মঞ্চের কিছু নির্দিষ্ট প্রটোকল ছিল। আমরা তামিল দর্শকদের সঙ্গে কথা বলছিলাম। ইতোমধ্যে তারা বলাবলি করতে শুরু করে এহান ভাট (নায়ক) অনেক ফর্সা। তাই আমি সঞ্চালককে প্রটোকল মেনে তামিল ভাষায় কথা বলতে বলি।’

প্রখ্যাত এই সংগীত পরিচালক আরো বলেন, ‘আমার মনে হয় সঞ্চালক এহানকে বোঝানোর জন্য হিন্দিতে কথা বলেছিলেন। তাই আমি বলেছিলাম, হিন্দি? এবং আমাকে মঞ্চ থেকে নামতে হয়েছে। কারণ এরপর অন্যদের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু মানুষ দুইয়ে দুইয়ে চার মিলিয়ে এটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। এতে আমার ভীষণ রাগ হয়েছে। এটি নিছক একটি মজা ছিল। সিরিয়াস কিছুই ছিল না। তবে এতে আমাদের অনেক অর্থ বেঁচে গেছে। ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে এহানকে পরিচয় করাতে হয়নি।’

এর আগে ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, মঞ্চে কাশ্মীরি অভিনেতা এহান ভাটের সঙ্গে এ আর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক তামিল বলতে বলতে হঠাৎ হিন্দিতে এহানকে স্বাগত জানান। আর হিন্দি শুনেই মঞ্চ থেকে নেমে যান এ আর রহমান।

‘নাইনটি নাইন সংস’ এ আর রহমানের লেখক ও প্রযোজক হিসেবে প্রথম সিনেমা। আগামী ১৬ এপ্রিল হিন্দি, তামিল, তেলেগু ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়