শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৯:৩৮ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে অসহায়দের সহায়তা দেবেন শাবানা!

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা। ১৯৯৭ সালে অজানা কারণে হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায় নেন তিনি। ২০০০ সাল থেকে স্বামী-সন্তানদের নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাস করছেন এই অভিনেত্রী। আসছে রমজান উপলক্ষ্যে গরীব অসহায় মানুষদের ১০ লাখ টাকার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন শাবানা। আর টিভি

আফরোজা সুলতানা রত্না নামের একটি ফেসবুক আইডি থেকে নিজেকে শাবানা দাবি করে এই সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। গত ৮ এপ্রিল সেই আইডিতে একটি স্ট্যাটাসে লেখা হয়, ‘পরিবারের সবার পরামর্শে একটি ভালো উদ্যোগ নিয়েছি। আগামী রোজা উপলক্ষে সাধারণ মানুষ ও গরিব অসহায়দের জন্য ১০ লাখ টাকার কিছু উপহার হিসেবে দিতে চাই। আশা করি পোস্টটি সবাই শেয়ার করবেন ও অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আশা করি পোস্টটি দ্রুত শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। যাতে তাদের হক তারা পায়।’

এই স্ট্যাটাসের আগের দিন (৭ এপ্রিল) একই আইডি থেকে দেয়া আরেকটি স্ট্যাটাসে জানানো হয়, ‘যাদের বাবা নাই, যাদের স্বামী নাই এবং যে সব ছেলেমেদের বাবা মা নাই। যারা এতিম। তারা লজ্জা না করে আমার কাছে আপনার কষ্টের কথা শেয়ার করেন। আমি আপনাদের রোজা উপলক্ষে কিছু উপহার দিতে চাই। আশা করি সবাই গ্রহণ করবেন বিশেষ করে এতিমরা। পোস্টটি সবাই ইনশাআল্লাহ শেয়ার করে এতিমদের কাছে পৌঁছায়ে দেবেন। যারা একবেলা খাবার পায় অন্য বেলা পায় না।'

তবে এই আইডি সত্যিই শাবানার কি না, তা নিশ্চিত করতে পারেননি চলচ্চিত্র সংশ্লিষ্টরা৷ অনেকেই দাবি করছেন, আইডিটি ফেক। অভিনেত্রী শাবানা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নন। কোথাও তার কোনো আইডি নেই।

নাম প্রকাশ না করার শর্তে এক চলচ্চিত্র পরিচালক নেতা বলেন, ‘আমি নিজেও কনফিউশনে পড়ে গেলাম খবরটি শুনে। শাবানা ম্যাডাম তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না বলেই জানি। তিনি সাদামাটা জীবনযাপন করেন। সংসার আর ইবাদতে কেটে যায় দিন। অনেক সময় অনেক রকম সহায়তা তিনি করেন। সেটা তার স্বামীর মাধ্যমে। কখনো চলচ্চিত্রের মানুষদের সহায়তা দেন বিভিন্ন সংগঠনে। অথবা নিজে যখন দেশে আসেন গ্রামে গিয়ে সহায়তা করেন। এভাবে ফেসবুকে ঘোষণা দিয়ে সহায়তা করতে কখনো শুনিনি। আমার মনে হয় আইডিটি ফেক। যদি কোনো নিশ্চিত তথ্য হাতে আসে তবে আমি জানাবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়