রাজু আহমেদ : গতকাল রাতে পাহাড়তলী থানাধীন কাজী মসজিদের বিপরীতে সিডিএ মার্কেটের গেইটের সামনে পাকা রাস্তা সংলগ্ন এলাকায় নিয়মিত চেকপোষ্ট ডিউটি করাকালীন অলংকারের দিক হতে আসা একটি সিএনজি গাড়ীতে সন্দেহ জনক অবস্থায় থাকা দুইজন যাত্রীকে সন্দেহ হলে তাদের তল্লাশী করে ৫ কেজি গাঁজাসহ মো ইউসুফ মিয়া ও মোঃ নাজিম নামে ২ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তিদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে ফেনী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।