শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৮:৪৩ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনের রানি ও প্রধানমন্ত্রীকে শোকবার্তা পাঠালেন শেখ হাসিনা

বাশার নূরু:[২]প্রিন্স ফিলিপের (ডিউক অব এডিনবার্গ) মৃত্যুতে তার স্ত্রী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩]শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশের জনগণ, সরকারের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। বাংলাদেশের জনগণের কাছে প্রিন্স ফিলিপ সর্বদা দায়িত্ব ও সম্মানের উদাহরণ হয়ে থাকবেন।

[৪]ব্রিটেনের রানিকে উদ্দেশে করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আপনার ঐতিহাসিক দু’টি সফরের কথা স্মরণ করছি। যেখানে আপনার সঙ্গী ছিলেন এডিনবার্গ। প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশ এবং ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি একজন সত্যিকারের বন্ধুকে হারিয়েছে।

[৫]প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশের জনগণ, সরকার এবং নিজের পক্ষ থেকে শোক জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আলাদা আরেকটি শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে প্রিন্স ফিলিপের সফর এবং সে সময় তিনি বাংলাদেশের অনেকে মানুষের হৃদয় স্পর্শ করেছেন আমরা সেই স্মৃতিকে লালন করি।

[৭] প্রধানমন্ত্রী বলেন, শোকের এই মুহূর্তে আমরা বাংলাদেশের জনগণ প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার মুক্তির জন্য প্রার্থনা করি। রানি এবং রাজ পরিবারের সদস্যদের অপূরণীয় ক্ষতি এবং শোক সহ্য করার জন্য দোয়া করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়