বাশার নূরু:[২]প্রিন্স ফিলিপের (ডিউক অব এডিনবার্গ) মৃত্যুতে তার স্ত্রী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৩]শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশের জনগণ, সরকারের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। বাংলাদেশের জনগণের কাছে প্রিন্স ফিলিপ সর্বদা দায়িত্ব ও সম্মানের উদাহরণ হয়ে থাকবেন।
[৪]ব্রিটেনের রানিকে উদ্দেশে করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আপনার ঐতিহাসিক দু’টি সফরের কথা স্মরণ করছি। যেখানে আপনার সঙ্গী ছিলেন এডিনবার্গ। প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশ এবং ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি একজন সত্যিকারের বন্ধুকে হারিয়েছে।
[৫]প্রিন্স ফিলিপের মৃত্যুতে বাংলাদেশের জনগণ, সরকার এবং নিজের পক্ষ থেকে শোক জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে আলাদা আরেকটি শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে প্রিন্স ফিলিপের সফর এবং সে সময় তিনি বাংলাদেশের অনেকে মানুষের হৃদয় স্পর্শ করেছেন আমরা সেই স্মৃতিকে লালন করি।
[৭] প্রধানমন্ত্রী বলেন, শোকের এই মুহূর্তে আমরা বাংলাদেশের জনগণ প্রিন্স ফিলিপের বিদেহী আত্মার মুক্তির জন্য প্রার্থনা করি। রানি এবং রাজ পরিবারের সদস্যদের অপূরণীয় ক্ষতি এবং শোক সহ্য করার জন্য দোয়া করি।