শরীফ শাওন: [২] সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান বলেন, শনিবার দুপুরে প্রতিমন্ত্রী কে এম খালিদ এ বিষয়ে জানিয়েছেন।
[৩] বইমেলার সময়সীমা ১৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত হলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এদিন থেকে কঠোর লকডাউনের সিদ্ধান্ত জানায় সরকার। বইমেলা বেলা ৩টা থেকে ৯টা এবং ছুটির দিন ১১টা থেকে ৯টা পর্যন্ত চলমান থাকলেও করোনার কারণে ৫ এপ্রিল থেকে তা ১২টা থেকে ৫টা নির্ধারণ করা হয়েছে।