শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে হিমছড়ি সৈকতে ভেসে উঠেছে আরও একটি মৃত তিমি

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে আরো একটি পঞ্চাশ ফুট লম্বা মৃত তিমি ভেসে এসেছে।

[৩] শনিবার সকালে জোয়েরের সময় সাগরের পানিতে মৃত অবস্থায় ভাসমান দেখে স্থানীয়রা।পরে স্থানীয়রা বনবিভাগ এবং পরিবেশ অধিদফতরে খবর দেয়।এর আগে শুক্রবার আরো একটি মৃত তিমি ভেসে এসেছে।যা নমুনা সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

[৪] স্থানীয় ব্যবসায়ী আবদুল গফুর বলেন,সকালে মৃত তিমিটি ভেসে আসে।যার বিভিন্ন অংশ পঁচে গেছে। দুর্গন্ধও ছড়াচ্ছে।

[৫] কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, একদিন ব্যবধানে দুইটি তিমি মৃতাবস্থায় ভেসে আসা আশংকাজনক।এর আগে ১৯৮০ ও ১৯৯০ সালে পৃথক দুটি বিশাল তিমি এভাবে ভেসে এসেছিল। দীর্ঘদিন পর আবার বিশাল মৃত তিমি সৈকতে ভেসে এসেছে। সাগরে জাহাজে ধাক্কা বা জাহাজ থেকে ফেলা কোন বিস্ফোরনদ্রব্য খাওয়ায় এসব তিমির মৃত্যু হতে পারে।দ্রুত অনুসন্ধান করে মৃত্যুর সঠিক কারণ বের করা জরুরী।

[৬] কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন,বন বিভাগ,পরিবেশ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর সম্বনয়ে নমুনা সংগ্রহের পর আগের মতো এটি মাটিতে পুঁতে ফেলা হবে। মৃত্যু সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে। ল্যাবে নমুনা পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। তিনি আরো বলেন,মাটিতে পুতে দেয়ার ৩সপ্তাহ পর তিমি কঙ্গাল সংগ্রহ করে সংরক্ষণ করা হবে।

[৭] বাংলাদেশ ওশানোগ্রাপিক রিসার্স ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সুলতান আল নাহিয়ান বলেন, তিমিটি লম্বায় ৫০ ফুট। আঘাতের চিহ্ন দেখে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। পরীক্ষা শেষে এটা বলা সম্ভব হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়