শিরোনাম
◈ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি নিহত ◈ রাইসির নিখোঁজ নিয়ে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া ◈ দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন: ৬১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৮:২৪ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় বিএনপির প্রায় সাড়ে ৪শ' নেতার মৃত্যু (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: ঘরে-বাইরে মহামারী করোনায় বিপর্যস্ত বিএনপি। সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও দলটির দাবি করোনা সংক্রমণে এরই মধ্যে দলটির শীর্ষপর্যায়ের নেতাসহ মারা গেছেন প্রায় সাড়ে চারশ নেতা-কর্মি। করোনা সংক্রমণে মারা যাওয়া নেতাদের তালিকা করতে এরই মধ্যে কাজে নেমেছে দলটির দপ্তর।

নানা সমস্যায় হাসপাতালে ভর্তি হলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর অন্যতম কারণ করোনার প্রভাব। বিএনপির অন্যতম থিংকট্যাংক মওদুদ আহমদের মৃত্যু খুব স্বাভাবিকভাবেই দলটির বড় ক্ষতি।

করোনায় মারা গেছেন দলটির ভাইস চেয়ারম্যান সাবেক সামরিক কর্মকর্তা, রুহুল আলম চৌধুরী, সাবেক মন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন।

ভবিষ্যৎ নেতৃত্বে যে তরুণ নেতাদের নিয়ে আশার সঞ্চার করছিলো বিএনপি সেই তরুণ নেতৃত্বের মধ্যে অন্যতম ছিলেন সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু। দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্ল্যাহও করোনায় মারা গেছেন।

সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন সরকার, ওলামা দলের সদস্য মাওলানা কাসেমী, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট কবির চৌধুরী, জাতীয় ট্যাক্সেস বার সভাপতি অ্যাডভোকেট গফুর মজুমদার, শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ফজলুল হক মোল্লা, শ্রীপুর পৌরসভার বিএনপি মেয়র প্রার্থী শহীদুল্লাহ শহীদ, ঢাকার পল্লবী থানা বিএনপির সহ সভাপতি আনিসুর রহমান, বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা, আমেরিকার বোস্টন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মিতোষ বড়ুয়াসহ দেশে বিদেশে আরো কয়েকজন করোনায় মারা গেছেন।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্মমহাসচিব হাবীব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারি শিমুল বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানী সহ শতাধিক নেতা-কর্মি।

করোনা সংক্রমণ থেকে বাঁচতে এরই মধ্যে দলীয় নেতা-কর্মিদের স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেয়াসহ রাজনৈতিক সব কর্মকান্ড স্থগিতের নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। ডিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়