আতাউর অপু : হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। ফেসবুকে ঢুকতে গেলে ‘সামথিং ওয়েন্ট রং’ দেখা যাচ্ছে।
শুক্রবার ভোর ৩টা ২৮ মিনিট থেকে দেশের অনেকেই ফেসবুক ব্যবহার করতে পারছেন না। তবে হঠাৎ করে ফেসবুকে ঢুকতে না পারার কারণ জানা যায়নি।
এতে ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা।
এর আগে গত ২৬ মার্চ বিকেল ৫টা থেকে ২৮ মার্চ ‘তিন দিন দেশের বিভিন্ন স্থান থেকে ফেসবুক ব্যবহার বন্ধ হয়ে যায়। প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরকে কেন্দ্র করে চলমান বিরোধিতার পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ডাউন করে রাখা হয়েছে।’