শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০১:৪৫ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চেই মুকুট কেড়ে নেওয়া সেই সুন্দরী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: মিসেস শ্রীলঙ্কা-২০২১ খেতাব জয়ের পর মঞ্চেই সুন্দরী পুষ্পিকা ডি সিলভার মাথা থেকে মুকুট খুলে নিয়েছিলেন ক্যারোলিন জুরি। তিনি ওই প্রতিযোগিতার আগের বছরের বিজয়ী ও মিসেস ওয়ার্ল্ড-২০২০। আজ বৃহস্পতিবার ক্যারোলিন জুরিকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। তাঁর বিরুদ্ধে উত্তরসূরিকে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত রোববার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোতে জাতীয় টিভি চ্যানেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২১ সালের সুন্দরী হিসেবে মিসেস শ্রীলঙ্কান খেতাব জিতেন পুষ্পিকা। জমকালো আয়োজনে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। কিন্তু পরক্ষণেই আগের বছরের বিজয়ী ক্যারোলিন জুরি পুষ্পিকার মাথা থেকে মুকুট খুলে নেন।

মিসেস ওয়ার্ল্ড-২০২০ ক্যারোলিন জুরির অভিযোগ, পুষ্পিকার বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই তথ্য গোপন করে তিনি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিজয়ী হয়েছেন। তাই তিনি এ খেতাবের অধিকারী হতে পারবেন না।

ওই সময় ক্যারোলিন মঞ্চে বলেন, ‘এই সুন্দরী প্রতিযোগিতার একটি নিয়ম হলো নারীদের অবশ্যই বিবাহিত হতে হবে এবং যাঁদের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, তাঁরা এতে অংশ নিতে পারবেন না। তাই আমি এই মুকুট দ্বিতীয় স্থানধারীকে দিতে যাচ্ছি।’

বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানের এক ভিডিও ফুটেজে অশ্রুসিক্ত অবস্থায় পুষ্পিকাকে মঞ্চ ছেড়ে চলে যেতে দেখা যায়। মুকুট পরিয়ে দেওয়া হয় প্রথম রানারআপকে। যদিও পুষ্পিকা পরে বলেন, স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়নি। তাঁরা আলাদা থাকছেন।

মাথা থেকে মুকুট খুলে নেওয়ার সময় আহত হন পুষ্পিকা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, মাথায় তীব্র ব্যথা পাওয়ায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে তাঁকে।

পরে এক সংবাদ সম্মেলনে পুষ্পিকা বলেন, ‘শ্রীলঙ্কায় আমার মতো অনেক একক মা (সিঙ্গেল মাদার) এমনভাবে বঞ্চনার শিকার হচ্ছেন।’ তিনি মিসেস শ্রীলঙ্কার খেতাব দেশটির একক মায়েদের উৎসর্গ করেন, যাঁরা তাঁদের সন্তানদের একাই বড় করতে গিয়ে ব্যাপক কষ্ট করছেন।

বিবিসি জানিয়েছে, রোববারের ওই ঘটনায় ক্যারোলিন জুরি ও মডেল চাউলা পদ্মেন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র অজিত রোহানা। তাঁদের বিরুদ্ধে ইচ্ছাকৃত আঘাত হানার অভিযোগ রয়েছে। তবে দুজনকেই ১৯ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। তদন্তের স্বার্থে ক্যারোলিন জুরি ও মিসেস শ্রীলঙ্কান ওয়ার্ল্ডের জাতীয় পরিচালক চান্দিমাল জয়সিংহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান অজিত রোহানা।

ওই ঘটনার পর আয়োজকেরা পুষ্পিকার কাছে ক্ষমা চেয়ে তাঁর খেতাব ফিরিয়ে দিয়েছিলেন। আয়োজকেরা আশা করেন, ক্যারোলিন জুরিও ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়