শিরোনাম
◈ ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট: বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০১:৪৫ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চেই মুকুট কেড়ে নেওয়া সেই সুন্দরী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: মিসেস শ্রীলঙ্কা-২০২১ খেতাব জয়ের পর মঞ্চেই সুন্দরী পুষ্পিকা ডি সিলভার মাথা থেকে মুকুট খুলে নিয়েছিলেন ক্যারোলিন জুরি। তিনি ওই প্রতিযোগিতার আগের বছরের বিজয়ী ও মিসেস ওয়ার্ল্ড-২০২০। আজ বৃহস্পতিবার ক্যারোলিন জুরিকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। তাঁর বিরুদ্ধে উত্তরসূরিকে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত রোববার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোতে জাতীয় টিভি চ্যানেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২১ সালের সুন্দরী হিসেবে মিসেস শ্রীলঙ্কান খেতাব জিতেন পুষ্পিকা। জমকালো আয়োজনে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। কিন্তু পরক্ষণেই আগের বছরের বিজয়ী ক্যারোলিন জুরি পুষ্পিকার মাথা থেকে মুকুট খুলে নেন।

মিসেস ওয়ার্ল্ড-২০২০ ক্যারোলিন জুরির অভিযোগ, পুষ্পিকার বিবাহবিচ্ছেদ হয়েছে। সেই তথ্য গোপন করে তিনি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিজয়ী হয়েছেন। তাই তিনি এ খেতাবের অধিকারী হতে পারবেন না।

ওই সময় ক্যারোলিন মঞ্চে বলেন, ‘এই সুন্দরী প্রতিযোগিতার একটি নিয়ম হলো নারীদের অবশ্যই বিবাহিত হতে হবে এবং যাঁদের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে, তাঁরা এতে অংশ নিতে পারবেন না। তাই আমি এই মুকুট দ্বিতীয় স্থানধারীকে দিতে যাচ্ছি।’

বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানের এক ভিডিও ফুটেজে অশ্রুসিক্ত অবস্থায় পুষ্পিকাকে মঞ্চ ছেড়ে চলে যেতে দেখা যায়। মুকুট পরিয়ে দেওয়া হয় প্রথম রানারআপকে। যদিও পুষ্পিকা পরে বলেন, স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়নি। তাঁরা আলাদা থাকছেন।

মাথা থেকে মুকুট খুলে নেওয়ার সময় আহত হন পুষ্পিকা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, মাথায় তীব্র ব্যথা পাওয়ায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে তাঁকে।

পরে এক সংবাদ সম্মেলনে পুষ্পিকা বলেন, ‘শ্রীলঙ্কায় আমার মতো অনেক একক মা (সিঙ্গেল মাদার) এমনভাবে বঞ্চনার শিকার হচ্ছেন।’ তিনি মিসেস শ্রীলঙ্কার খেতাব দেশটির একক মায়েদের উৎসর্গ করেন, যাঁরা তাঁদের সন্তানদের একাই বড় করতে গিয়ে ব্যাপক কষ্ট করছেন।

বিবিসি জানিয়েছে, রোববারের ওই ঘটনায় ক্যারোলিন জুরি ও মডেল চাউলা পদ্মেন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র অজিত রোহানা। তাঁদের বিরুদ্ধে ইচ্ছাকৃত আঘাত হানার অভিযোগ রয়েছে। তবে দুজনকেই ১৯ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। তদন্তের স্বার্থে ক্যারোলিন জুরি ও মিসেস শ্রীলঙ্কান ওয়ার্ল্ডের জাতীয় পরিচালক চান্দিমাল জয়সিংহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানান অজিত রোহানা।

ওই ঘটনার পর আয়োজকেরা পুষ্পিকার কাছে ক্ষমা চেয়ে তাঁর খেতাব ফিরিয়ে দিয়েছিলেন। আয়োজকেরা আশা করেন, ক্যারোলিন জুরিও ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়