শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোটে নির্বাচিত নয় বলে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই, ক্ষমতায় থাকাটাই মূখ্য বিষয় মনে করছে: নুর

শরীফ শাওন: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন কিনা সেই বিতর্কে যেতে চাই না। মানুষ আপনাদের কথা শুনছে না, আপনাদের তথ্যের প্রতি বিশ্বাস নেই। যা সত্য বলছেন, তাতেও মানুষের আস্থা নেই। ফলে সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কথা বলতে হবে।

[৩] বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা মহামারি মোকাবিলা তো রাজনীতি না। এসময় বিএনপির মত বড় একটা রাজনৈতিক দল, জোনায়েদ সাকি, ডা. জাফরুল্লাহ চৌধুরীর মত সিভিল সোসাইটির প্রতিনিধিত্বদের নিয়ে জাতীয় কমিটি করা যেতো।

[৪] প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে রাজনৈতিক, সমাজকর্মী, পরিবেশকর্মী, আইনজীবী, সাংবাদিক সবার সম্মিলিত জাতীয় কমিটি গঠন করেন। তাদের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে।

[৫] নুর বলেন, কোন পদক্ষেপ না নিয়ে জনগণকে ঘর থেকে বের হতে বারণ করলে তারা শুনবে না, গুলি করলেও তারা খাদ্যের তাগিদে ঘর থেকে বের হবে। পাঠাও চালকদের পেঠানো কোনো মানবিক কাজ? জনপ্রতি তাদের ৫ হাজার টাকা করে দেন।

[৬] রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বলেন, বাস্তবে দেখ যাচ্ছে সমস্ত জিনিসের দাম দাউ দাউ করে বাড়ছে। এটা যেন রমজানে জনগণের জন্য মরার ওপর খাড়ার ঘাঁ না হয় সেই ব্যবস্থা করেন। জাতীয় ঐক্যের উদ্যোগ নেন, যেন মহামারি মোকাবিলা করে আমাদের অর্থনীতি ও সমাজ ব্যবস্থা ঠিক রাখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়