শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম ধর্মের টানে অভিনয় ছাড়লেন অভিনেতা সাকিব

অনলাইন ডেস্ক: ধর্মের টানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতকে বিদায় জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম ও সানা খান। রঙিন দুনিয়া ছেড়ে দ্বীনের পথে পা বাড়িয়েছেন তারা। এই দুই অভিনেত্রীর অভিনয় ছাড়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এবার সে খাতায় নাম লেখালেন ভারতীয় টিভি তারকা সাকিব খান। লাইট-ক্যামেরার দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইসলাম ধর্মে মন দেওয়ার জন্য।

শোবিজ ছাড়ার ঘোষণা দিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সাকিব লিখেছেন, ‘আমার হাতে কাজ না থাকায় অভিনয় ছেড়েছি বিষয়টি এমন না। আমার হাতে বেশ ভালো কিছু প্রজেক্ট আছে। কিন্তু এতে আল্লাহ ইচ্ছা নেই। এর চেয়ে ভালো কিছু আল্লাহ আমার জন্য রেখেছেন। ইনশাআল্লাহ।’

কোরআন শরীফ হাতে মাথায় কালো টুপি পড়ে একটি ছবিও শেয়ার করেছেন সাকিব।

 

লম্বার স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমি পরিশ্রম করেছি, অতি অল্প সময়ে আমি নাম করেছি এবং ফ্যান-ফলোয়ার পেয়েছি। কিন্তু এ তো শুধু দুনিয়ার জন্য, আখেরাতের জন্য তো কিছুই করিনি।’

স্ট্যাটাসের শেষে তিনি ক্ষমা চেয়ে লিখেছেন, ‘ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কারো মনে কষ্ট দিলে আমাকে ক্ষমা প্রার্থনা করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের ওপর আর্শীবাদ করুন। আমিন।’

১৫ বছরের ক্যারিয়ার ছুড়ে ফেলে ২০২০ সালের ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় সানা খান বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ইসলামের পথে চলতে চান তিনি। যে অনুযায়ী ২০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সাবেক এই বলিউড অভিনেত্রী।

অভিনেত্রী সানা খান ও জায়রা ওয়াসিম। ছবি: সংগৃহীত

এরআগে ২০১৯ সালে জুন মাসে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। শুধু তাই নয়- পুরনো সব ছবি ডিলিট করে দিয়ে দেন নিজের অ্যাকাউন্ট থেকে। এরপর ভক্তদের কাছে অনুরোধ করে সোশ্যাল মিডিয়া থেকে তার ছবিগুলো মুছে দেওয়ার অনুরোধও জানান এই অভিনেত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়