শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে রাজাপুরে একটি পরিবারে হামলার ঘটনায় মামলা আসামি ৮

জাহিদুল কবির: যশোরের ইছালী ইউনিয়নের রাজাপুর জামতলা গ্রামের গোলাম মোস্তফা (৫৫) ও তার পরিবারের সদস্যকে মারপিট ও বাড়িতে হামলা এবং লুটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৮জনকে।
আসামিরা হলো, একই গ্রামের আমির আলী সরদারের ছেলে মধু (৩৬), মৃত হেকমত আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫), আবুল খায়ের ও তার দুই ছেলে ইমরান (২২) ও রানা (২১), মৃত জমির আলীর ছেলে রবিউল ইসলাম (৪০), নজরুল ইসলামের মেয়ে নাজমা বেগম (৪৫), বজলুর রহমানের ছেলে আকাশ (২০) এবং আলমগীর হোসেনের ছেলে রেজাউল (২৫)।

এজাহারে গোলাম মোস্তফা উল্লেখ করেছে, আসামিদের সাথে জমি নিয়ে ও পারিবারিক বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৫ এপ্রিল পূর্ব পরিকল্পিত ভাবে আসামিরা তার বাড়িতে ঢোকে এবং তাকে আক্রমন করে। তারা খুন করার উদ্দেশ্যে লাঠিসোটা, লোহার রড প্রভৃতি নিয়ে মারপিট করে। এ সময় তার স্ত্রী লিপি বেগম (৪৫), ছেলে দুর্লভ (২৮), বিপ্লব (১৮), পুত্রবধূ সিমা খাতুন এগিয়ে আসলে আসামিরা তাদেরকে মারপিটে জখম করে। তাদের পরনের কাপড় টেনে হিচড়ে শ্লীলতাহানী ঘটায়। পরে ঘরের মধ্যে ঢুকে বিছানার নিচে রাখা গরু বিক্রির ৭০ হাজার টাকা কেড়ে চুরি করে। এছাড়াও ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের সোনার গহনা নিয়ে নেয়। যাওয়ার সময় ফের হুমকি দিয়ে চলে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়