শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামরার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০১:০৫ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে রাজাপুরে একটি পরিবারে হামলার ঘটনায় মামলা আসামি ৮

জাহিদুল কবির: যশোরের ইছালী ইউনিয়নের রাজাপুর জামতলা গ্রামের গোলাম মোস্তফা (৫৫) ও তার পরিবারের সদস্যকে মারপিট ও বাড়িতে হামলা এবং লুটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৮জনকে।
আসামিরা হলো, একই গ্রামের আমির আলী সরদারের ছেলে মধু (৩৬), মৃত হেকমত আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫), আবুল খায়ের ও তার দুই ছেলে ইমরান (২২) ও রানা (২১), মৃত জমির আলীর ছেলে রবিউল ইসলাম (৪০), নজরুল ইসলামের মেয়ে নাজমা বেগম (৪৫), বজলুর রহমানের ছেলে আকাশ (২০) এবং আলমগীর হোসেনের ছেলে রেজাউল (২৫)।

এজাহারে গোলাম মোস্তফা উল্লেখ করেছে, আসামিদের সাথে জমি নিয়ে ও পারিবারিক বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ৫ এপ্রিল পূর্ব পরিকল্পিত ভাবে আসামিরা তার বাড়িতে ঢোকে এবং তাকে আক্রমন করে। তারা খুন করার উদ্দেশ্যে লাঠিসোটা, লোহার রড প্রভৃতি নিয়ে মারপিট করে। এ সময় তার স্ত্রী লিপি বেগম (৪৫), ছেলে দুর্লভ (২৮), বিপ্লব (১৮), পুত্রবধূ সিমা খাতুন এগিয়ে আসলে আসামিরা তাদেরকে মারপিটে জখম করে। তাদের পরনের কাপড় টেনে হিচড়ে শ্লীলতাহানী ঘটায়। পরে ঘরের মধ্যে ঢুকে বিছানার নিচে রাখা গরু বিক্রির ৭০ হাজার টাকা কেড়ে চুরি করে। এছাড়াও ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের সোনার গহনা নিয়ে নেয়। যাওয়ার সময় ফের হুমকি দিয়ে চলে যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়