শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন: প্রশাসনের লোক পরিচয়ে ছিনতাইকালে আটক ৩

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একজনের ফোন কলে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

[৩] বুধবার ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুরিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার বিকেল পাঁচটায় রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার চার নম্বর সেক্টরের জসিম উদ্দীন মোড় সংলগ্ন আটলান্টা ট্রেড সেন্টারের সামনে থেকে একজন ফোন করে জানান, সেখানে এক ব্যক্তিকে আটকে তিনজন ব্যক্তি মারধর করছিলো। যারা মারছিলো তারা ছিলো সাদা পোষাকে এবং নিজেদের প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিচ্ছিলো। ঘটনাস্থলে লোকজন জড়ো হওয়ার পর যাকে মারা হচ্ছিল তিনি নিজেকে ব্যাংক কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং লোকজনকে জানান যারা তাকে মারছিলো তারা ছিনতাইকারী। মারধারের শিকার ব্যক্তি সাহায্যের জন্য লোকজনকে অনুরোধ জানান। তখন লোকজন সন্দেহভাজন তিনজনকে ঘেরাও করে রাখে।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি উত্তরা পূর্ব থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

[৫] পরে উত্তরা পূর্ব থানার এসআই জেমস চন্দ্র ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের অভিযোগে তিনজন অভিযুক্তকে আটক করেছেন। তারা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা মাসুদ (৩০), রাজধানীর দক্ষিণখানের মধুবাগের বাসিন্দা তরিকুল (২৩) এবং দক্ষিণখানের সোনার খোলা এলাকার বাসিন্দা আশিকুর রহমান (২০)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়