শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন: প্রশাসনের লোক পরিচয়ে ছিনতাইকালে আটক ৩

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একজনের ফোন কলে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

[৩] বুধবার ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুরিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার বিকেল পাঁচটায় রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার চার নম্বর সেক্টরের জসিম উদ্দীন মোড় সংলগ্ন আটলান্টা ট্রেড সেন্টারের সামনে থেকে একজন ফোন করে জানান, সেখানে এক ব্যক্তিকে আটকে তিনজন ব্যক্তি মারধর করছিলো। যারা মারছিলো তারা ছিলো সাদা পোষাকে এবং নিজেদের প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিচ্ছিলো। ঘটনাস্থলে লোকজন জড়ো হওয়ার পর যাকে মারা হচ্ছিল তিনি নিজেকে ব্যাংক কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং লোকজনকে জানান যারা তাকে মারছিলো তারা ছিনতাইকারী। মারধারের শিকার ব্যক্তি সাহায্যের জন্য লোকজনকে অনুরোধ জানান। তখন লোকজন সন্দেহভাজন তিনজনকে ঘেরাও করে রাখে।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি উত্তরা পূর্ব থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

[৫] পরে উত্তরা পূর্ব থানার এসআই জেমস চন্দ্র ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের অভিযোগে তিনজন অভিযুক্তকে আটক করেছেন। তারা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা মাসুদ (৩০), রাজধানীর দক্ষিণখানের মধুবাগের বাসিন্দা তরিকুল (২৩) এবং দক্ষিণখানের সোনার খোলা এলাকার বাসিন্দা আশিকুর রহমান (২০)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়