শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯ এ ফোন: প্রশাসনের লোক পরিচয়ে ছিনতাইকালে আটক ৩

সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একজনের ফোন কলে তিনজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

[৩] বুধবার ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুরিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার বিকেল পাঁচটায় রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার চার নম্বর সেক্টরের জসিম উদ্দীন মোড় সংলগ্ন আটলান্টা ট্রেড সেন্টারের সামনে থেকে একজন ফোন করে জানান, সেখানে এক ব্যক্তিকে আটকে তিনজন ব্যক্তি মারধর করছিলো। যারা মারছিলো তারা ছিলো সাদা পোষাকে এবং নিজেদের প্রশাসনের লোক হিসেবে পরিচয় দিচ্ছিলো। ঘটনাস্থলে লোকজন জড়ো হওয়ার পর যাকে মারা হচ্ছিল তিনি নিজেকে ব্যাংক কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং লোকজনকে জানান যারা তাকে মারছিলো তারা ছিনতাইকারী। মারধারের শিকার ব্যক্তি সাহায্যের জন্য লোকজনকে অনুরোধ জানান। তখন লোকজন সন্দেহভাজন তিনজনকে ঘেরাও করে রাখে।

[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি উত্তরা পূর্ব থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

[৫] পরে উত্তরা পূর্ব থানার এসআই জেমস চন্দ্র ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের অভিযোগে তিনজন অভিযুক্তকে আটক করেছেন। তারা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা মাসুদ (৩০), রাজধানীর দক্ষিণখানের মধুবাগের বাসিন্দা তরিকুল (২৩) এবং দক্ষিণখানের সোনার খোলা এলাকার বাসিন্দা আশিকুর রহমান (২০)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়